shono
Advertisement

দিল্লিতে লকডাউন বাড়িয়েও আনলক শুরুর ইঙ্গিত কেজরিওয়ালের, নিষেধাজ্ঞা তুলছে মধ্যপ্রদেশও

একবারে নয়, ধীরে ধীরে করা হবে আনলক।
Posted: 01:11 PM May 23, 2021Updated: 01:41 PM May 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশ। এই অবস্থায় লকডাউনের (Lockdown) পথে হেঁটেছে বহু রাজ্য। কিন্তু এবার ফের ধীরে ধীরে আন‌লক প্রক্রিয়ার পর্যায় শুরু হতে চলেছে। রবিবার দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ঘোষণা করেছেন, রাজ্যের লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হল। কিন্তু সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, যদি সংক্রমণের গতি আর না বাড়ে তাহলে ৩১ মে থেকে আনলক প্রক্রিয়া শুরু করবেন তাঁরা। এদিকে লকডাউন তোলার কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও (Shivraj Singh Chouhan)।

Advertisement

আজ, রবিবার একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, রাজ্যে সংক্রমণের হার অনেকটাই কমেছে। তিনি বলেন, ‘‘দিল্লিতে পজিটিভিটির হার ২.৫ শতাংশে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ মে সকাল ৫টা পর্যন্ত করা হল। কিন্তু যদি এভাবেই সংক্রমণের ঘটনা কমতে থাকে তাহলে ৩১ মে থেকেই আনলক পর্যায় শুরু করা হবে। একবারেই সব কিছু খোলা হবে না। তবে ধীরে ধীরে প্রক্রিয়া মেনে তা করা হবে।’’

[আরও পড়ুন: অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবের বিরুদ্ধে মামলার দাবি চিকিৎসক সংগঠনের]

গত এপ্রিল থেকেই লকডাউনের পথে হেঁটেছিল দিল্লি। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়েছিল রাজধানী। তবে এবার সংক্রমণ কমছে। একই সঙ্গে টিকাকরণের গতিও বাড়াতে চাইছে কেজরিওয়াল সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে তিনি আরজি জানিয়েছেন, প্রতি মাসে ৮০ লক্ষ টিকার ডোজ পেলে তিন মাসের মধ্যেই তাঁর প্রশাসন দিল্লির সকলের টিকাকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে।

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও জানিয়েছেন, ১ জুন থেকে রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হবে। যেহেতু তাঁর রাজ্যে সংক্রমণের হার নিয়ন্ত্রণে এসেছে তাই তাঁরা এমন চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি। শিগগিরি আনলক ১-এর গাইডলাইনও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘রাজ্যকে তো চিরকার লক করে রাখা সম্ভব নয়। আগামী কিছুদিনের মধ্যে ধীরে ধীরে আমরা নিষেধাজ্ঞা তুলে নেব।’’

[আরও পড়ুন: ‘উড়ন্ত কফিন’ মিগ-২১ বাতিল করুক ভারতীয় বায়ুসেনা, আরজি দুর্ঘটনায় মৃত সেনার বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement