সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে রাজধানীর নির্বাচন। সোমবার সাংবাদিক সম্মেলনে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। দিল্লির ৭০ আসনে ভোটগ্রহণ হবে এক দফাতেই।
দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য নোটিস জারি করা হবে ১৪ জানুয়ারি। ২১ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। একদিন পরই খতিয়ে দেখা হবে মনোনয়নপত্রগুলি। ৮ ফেব্রুয়ারি শনিবার হবে ভোটগ্রহণ। ভোটগণনা ১১ ফেব্রুয়ারি। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ হবে ১২ ফেব্রুয়ারির মধ্যে। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা জানিয়েছেন, দিল্লিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজ্যে মোট বুথসংখ্যা ১৩ হাজার ৭৫০টি। দিল্লিতে মোট ভোটার ১ কোটি ৪৮ লক্ষের আশেপাশে। প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার জন্য ডিসি পদমর্যাদার আধিকারিক থাকবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে দিল্লি পুলিশ। যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। সুনীল অরোরা জানিয়েছেন, আমরা আশাবাদী পুলিশ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে।
[আরও পড়ুন:বামপন্থী ছাত্রছাত্রীরাই দায়ী, JNU-এর গন্ডগোলে বিতর্কিত বিবৃতি রেজিস্ট্রারের]
৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় গত নির্বাচনে একছত্র আধিপত্য দেখিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০ আসনের মধ্যে ৬৭টি আসনই গিয়েছিল আম আদমি পার্টির দখলে। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। কংগ্রেস কোনও আসনই পায়নি। পরে অবশ্য আম আদমি পার্টির বিধায়ক অলকা লাম্বা আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আরেক আপ বিধায়ক কপিল মিশ্র কেজরিওয়ালের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এবছরও দিল্লি বিধানসভা নির্বাচনে মূল লড়াই বিজেপি এবং আম আদমি পার্টিরই। তবে, কংগ্রেস কী পরিমাণ ভোট পায়, তার উপরে অনেকটাই নির্ভর করবে এই দুই দলের ভাগ্য।
The post আগামী মাসেই নির্বাচন রাজধানীতে, দিনক্ষণ ঘোষণা করল কমিশন appeared first on Sangbad Pratidin.