shono
Advertisement

IPL 2022: বিপাকে দিল্লি ক্যাপিটালস, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হচ্ছেন মার্শ! সংক্রমিত মোট ৫

আগামী বুধবার ও শুক্রবারের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
Posted: 08:45 PM Apr 18, 2022Updated: 09:11 PM Apr 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। যা থেকে পার পেল না দিল্লি ক্যাপিটালসও। আইপিএলের (IPL 2022) মাঝেই আরও বিপাকে ঋষভ পন্থরা। জানা যাচ্ছে, মোট পাঁচজন কোভিডে আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্চও। তাঁকে হাসপাতালে ভরতি করা হতে পারে বলেই খবর।

Advertisement

দু’দিন আগে দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম এই মারণ ভাইরাসের (Coronavirus) কবলে পড়েন। এরপর দলের এক ম্যাসিওর করোনা সংক্রমিত হন। তারপরই ক্রিকেটারদের ব়্যাপিড টেস্ট করানো হয়। যা খবর, মোট পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে মার্শের শরীরে উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালে ভরতি করা হতে পারে। জানা গিয়েছে, তাঁর সিটি ভ্যালু ১৭। তবে হাসপাতালে ভরতি না হয়ে আইসোলেশনে থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় অন্তত ১০ দিন মাঠে নামতে পারবেন না তিনি।

[আরও পড়ুন: চলতি মাসেই অবসর নারাভানের, ঘোষিত দেশের নয়া সেনাপ্রধানের নাম]

মার্শের (Mitchell Marsh) পাশাপাশি কোভিড-১৯ থাবা বসিয়েছে দলের সোশ্যাল মিডিয়া টিমের এক সদস্যের শরীরে। আক্রান্ত হোটেলে তিনজন স্টাফও। তবে অন্যান্য ক্রিকেটারের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে বলেই ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর। বায়োবাবলে থাকার পরও ক্রিকেটারদের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি চিন্তায় ফেলেছে অন্য দলগুলিকেও। এমনকী আগামী বুধবার ও শুক্রবার দিল্লির ম্যাচ রয়েছে যথাক্রমে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচ দু’টি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। গত ম্যাচে আরসিবির মুখোমুখি হয়েছিলেন পন্থরা। তবে দিল্লির ফিজিও সংক্রমিত হওয়ায় সেই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করা হয়েছিল বলেই খবর। কিন্তু কোনওভাবেই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা গেল না। 

উল্লেখ্য, দেশে করোনা অনেকখানি নিয়ন্ত্রণে আসায় চলতি টুর্নামেন্টেই ফিরতে চলেছে সমাপ্তি অনুষ্ঠান। ইতিমধ্যেই অনুষ্ঠান আয়োজনে আগ্রহীদের আহ্বানও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু দিল্লির বর্তমান পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়িয়ে দিল। এবার দেখার করোনা রুখতে কী পদক্ষেপ করে বোর্ড।

[আরও পড়ুন: আইপিএলের চেয়েও কম দাম কাতার বিশ্বকাপের টিকিটের! কীভাবে কাটবেন? জানুন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement