সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মন্দানার বিকৃত ভিডিওর উৎস খুঁজতে ময়দানে আদা জল খেয়ে নেমেছিল দিল্লি পুলিশ। চিরুণী তল্লাশি চালিয়ে শেষমেশ পুলিশের জালে বিহারের এক কিশোর। পুলিশের ধারণা, ১৯ বছর বয়সি বিহারের ওই কিশোরই প্রথম অভিনেত্রীর ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে দিয়েছে।
দিন কয়েক ধরেই রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) বিকৃত ভিডিও নিয়ে তুলকালাম সোশাল মিডিয়া! দিল্লি মহিলা কমিশনের নোটিস পাঠানোর পরই ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দায়ের করা হয় এফআইআর। সেই সূত্র ধরেই এগোতে থাকে দিল্লি পুলিশ। তার পরই বিহারের এক কিশোরের কথা উঠে আসে। জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের কাছে সে স্বীকার করে যে, আমি শুধু ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করেছিলাম মাত্র। তবে বিহারের কিশোরের এমন উত্তরে সন্তুষ্ট নয় পুলিশ। তাই সংশ্লিষ্ট বিষয়ে জানতে তাকে কড়া জেরা করার পরিকল্পনা রয়েছে।
[আরও পড়ুন: কিয়ারার পাশে বসে ‘বিরাট ম্যাজিক’ দর্শন! তারপরই সোনমের বাড়ি ছুটলেন বেকহ্যাম, কেন?]
প্রসঙ্গত, নেটদুনিয়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই বিকৃত ভিডিও নিয়ে রশ্মিকা নিজে তো বিরক্তি প্রকাশ করেইছেন, পাশাপাশি এমন কাজের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চনও। যার জন্য অভিনেত্রী নিজে বিগ বিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আপনার মতো গুরুজন যেখানে রয়েছেন, সেই দেশকে এখনও আমি নিরাপদ বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ পাশে দাঁড়ানোর জন্য।” সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রশ্মিকার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্দ্রা এবং বন্ধু ম্রুণাল ঠাকুরও।