সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাস্তায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তথ্যচিত্র নির্মাতা যুবকের। রাস্তা পার হওয়ার সময় অন্য একটি বাইক ধাক্কা মারে যুবকের বাইকে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও স্থানীয়রা তাঁকে সহায্য করেননি। উলটে অনেকেই সেলফি তোলেন, ভিডিও করেন। এমনকী চুরি যায় তথ্যচিত্র নির্মাতার ফোন এবং গো-প্রো ক্যামেরা। আধ ঘণ্টা রাস্তায় পড়ে থাকার পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
পুলিশ জানিয়েছে, মৃত তথ্যচিত্র নির্মাতা যুবকের নাম পীযূষ পাল (৩০)। দুর্ঘটনাটি ঘটে ২৮ অক্টোবর রাত ১০ টা নাগাদ। রাজধানীর পঞ্চশীল এলাকায় লেন পরিবর্তনের সময় পীযূষের বাইকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা অন্য একটি বাইক। তাতেই রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘাতক বাইক পীযূষকে বেশ খানিকটা হেঁচড়ে নিয়ে যায়। গোটা ঘটনায় গুরুতর যখম হন যুবক। আধ ঘণ্টা রাস্তায় পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়।
[আরও পড়ুন: এবার শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কাকলির, ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি]
পথচারীরা মর্মান্তিক দৃশ্য দেখার পরেও সাহায্যের হাত বাড়াননি। উলটে লোকজন এসে সেলফি তুলতে থাকেন, ভিডিও রেকর্ড করতে ব্যস্ত হন। এমনকী এই সময় পীযুষের মোবাইল ফোন ও গো-প্রো ক্যামেরা চুরি যায়। পরে পুলিশ এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পীযূষের এক বন্ধুর দাবি, “পথচারীরা কেউ সাহায্য করলে বেঁচে যেত ও। আমরা ক্ষতিপূরণ চাই না, কেবল বিচার চাই।”
[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে যায়…’, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা]
এদিকে পুলিশ জানিয়েছে, মৃত পীযূষ পালের বাড়ি দক্ষিণ দিল্লির কালকাজিতে। তিনি একজন ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করতেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত বান্টি নামের বাইক চালককে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।