shono
Advertisement

Breaking News

নোট বাতিলে জেরবার মানুষের মন পেতে লঙ্গরের ব্যবস্থা কেজরির

গবির মানুষকে তিন বেলার খাবার পৌঁছে দিতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ The post নোট বাতিলে জেরবার মানুষের মন পেতে লঙ্গরের ব্যবস্থা কেজরির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM Dec 14, 2016Updated: 12:12 PM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ঘটনায় সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ টাকার অভাবে কাজ হারাচ্ছেন বহু মানুষ৷ দৈনন্দিন জীবনযাপনেও নোট বাতিলের গুরুতর প্রভাব পড়ছে৷ দরিদ্ররা খাবার জোগাড় করতে পারছেন না৷ আর তাই তাদের সহায়তায় এগিয়ে এল আম আদমির সরকার৷ দরিদ্র মানুষকে তিন বেলা খাবার পৌঁছে দিতে লঙ্গরের ব্যবস্থা করা হল দিল্লি সরকারের পক্ষ থেকে৷ রাজধানীর দশ জায়গায় মিলছে এই পরিষেবা৷ গবির মানুষকে তিন বেলা খাবার পৌঁছে দিতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷

Advertisement

নোট বাতিলের পর টাকার সমস্যায় জেরবার মানুষ৷ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকলেও মিলছে না টাকা৷ আর তাই ব্যাঙ্কের লাইনে না দাঁড়িয়ে লঙ্গরখানার বাইরেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ৷ শুধু দরিদ্র মানুষেরাই নন, লঙ্গরের বাইরে ভিড় করছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ জানাচ্ছেন, নগদ টাকার অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা৷ কোথাও চেকের মাধ্যমে টাকা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা৷ আর নগদ টাকা ফুরিয়ে যাওয়ার কারণেই খাবারের জন্য লঙ্গরের বাইরে ভিড় জমাচ্ছেন ছাত্র-ছাত্রীরা৷

The post নোট বাতিলে জেরবার মানুষের মন পেতে লঙ্গরের ব্যবস্থা কেজরির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement