shono
Advertisement

Breaking News

বিয়ে করতে যাচ্ছিলেন যুবক, গলায় ১ লক্ষ টাকার নোটের মালা, ছিনতাই করে পালাল চোর

এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 08:41 PM Feb 21, 2023Updated: 08:44 PM Feb 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ভারতে টাকার মালা পরে বিয়ে করতে যাওয়ার রেওয়াজ আছে। বহুমূল্য মালা পরেন বর। দিল্লির (Delhi) এক যুবকও টাকার মালা পরে বিয়ে করতে যাচ্ছিলেন। তাঁর গলায় ছিল ৫০০ এবং ২০০০ টাকার নোটের বিশাল এক মালা। মোট অর্থের পরিমাণ ছিল ১ লক্ষ টাকা। আচমকা সেই মালা ছিনিয়ে স্কুটি চেপে পালাল ২ ছিনতাইবাজ। ঘটনা বোঝামাত্র তাদের পেছনে ধাওয়া করে বরযাত্রীদের অনেকে। যদিও দুই যুবকের নাগাল পায়নি তাঁরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি দিল্লির জগৎপুরী এলাকার। এদিন বিয়ে ছিল অনু গুপ্ত-র। পটপড়গঞ্জ রোডের বাসিন্দা তিনি। তাঁর গলায় নগদ ১ লক্ষ টাকার মালা ছিল। ‘বরাতে’ তাঁর সঙ্গে ছিলেন বরযাত্রীরা। আচমকাই সেখানে স্কুটি নিয়ে হাজির হয় ২ ছিনতাইবাজ। ভিড়ের মধ্যে বরের গলা থেকে হ্যাঁচকা টানে নোটের মালা নিয়ে পালায় তারা। বর চিৎকার করে উঠলে বেশ কয়েকজন বরযাত্রী ধাওয়া করে দুষ্কৃতীদের। যদিও ধরা যায়নি তাদের।

[আরও পড়ুন: ‘আমাকে মারতে ভাড়াটে খুনি নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে’, চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রাউতের]

এমন ঘটনায় মুষড়ে পড়েন অনু এবং তাঁর পরিবারের লোকেরা। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন অনু। ৮০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গীতা কলোনি থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম জসমিত। তাকে জেরা করে অন্য অভিযুক্ত রাজীবের খোঁজ মেলে। যদিও এখনও অবধি তাকে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশের আধিকারিকরা।

[আরও পড়ুন: ‘তোমাকে ধ্বংস করব’, বিয়ের আসরে দল বেধে হাজির প্রাক্তন প্রেমিকারা, কী পরিণতি যুবকের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার