shono
Advertisement

পুরনো পেনশন ব্যবস্থার সুবিধা দিতে হবে আধা সেনাকর্মীদেরও, ঐতিহাসিক রায় হাই কোর্টের

এই রায়কে যুগান্তকারী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Posted: 09:23 PM Jan 13, 2023Updated: 09:23 PM Jan 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো পেনশন ব্যবস্থাতেই সেনা, বায়ুসেনা, নৌসেনার কর্মীদের মতো পেনশন পাওয়ার অধিকার রয়েছে আধা সেনাকর্মীদেরও। এমনই এক ঐতিহাসিক রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। CAPF অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কেন্দ্রীয় সেনাবাহিনীরই অংশ। এবং ওই সেনাকর্মীদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। এমনই এক রায় দেওয়ার সময় OPS অর্থাৎ পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। এই রায়কে যুগান্তকারী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সুরেশ কান্ত ও নীনা কৃষ্ণ বনসলের বেঞ্চে ছিল শুনানি।

Advertisement

এই রায় দেওয়ার সময় সংবিধানের ২৪৬ ধারার কথা উল্লেখ করেন বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, এই ধারায় বলা আছে, ভারতের সেনাবাহিনীর মধ্যে নৌসেনা, আর্মি ও বায়ুসেনার সঙ্গে অন্য সেনাবাহিনীগুলিকেও রাখা হয়েছে। যা থেকে পরিষ্কার, সিসিএস পেনশন আইন, ১৯৭২ অনুযায়ী পুরনো পেনশন ব্যবস্থার সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সিএপিএফ কর্মীদেরও। আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কেন্দ্রকে তাদের নির্দেশে এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট।

[আরও পড়ুন: হঠাৎ পিছিয়ে গেল রাহুল-আথিয়ার বিয়ে, প্রকাশ্যে আমন্ত্রিতদের তালিকাও]

প্রসঙ্গত, দিল্লি হাই কোর্টে এই সংক্রান্ত ৮২টি পিটিশন জমা পড়েছিল। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি কর্মীদের জমা দেওয়া পিটিশনগুলির শুনানিই চলছিল আদালতে। পিটিশন দাখিলকারীদের আবেদন ছিল, ২০০৩ সালের ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছিল।

তৎকালীন বাজপেয়ী সরকারের তরফে তাতে বলা হয়েছিল নতুন পেনশন ব্যবস্থা শুরুর কথা। জানানো হয়েছিল, নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে ২০০৪ সালের ১ জানুয়ারি। সেখানে বলা হয়েছিল, পুরনো পেনশন ব্যবস্থার সুবিধা সেই আধা সেনাকর্মীরাই পাবেন যাঁদের নিয়োগের প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু তাঁরা ১ জানুয়ারির পরে কাজে যোগ দেবেন।

[আরও পড়ুন: আগামী সপ্তাহে জাকির হোসেনকে তলব আয়কর দপ্তরের, ‘সব হিসাব দেব’, আত্মবিশ্বাসী তৃণমূল বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement