shono
Advertisement

আরও বিপাকে আপ, ধরনা নিয়ে আদালতের তোপের মুখে কেজরিওয়াল

ধরনায় অসুস্থ ২ মন্ত্রী৷ The post আরও বিপাকে আপ, ধরনা নিয়ে আদালতের তোপের মুখে কেজরিওয়াল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Jun 18, 2018Updated: 07:26 PM Jun 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাজ্যপালের বাসভবনে ধরনা ইস্যুতে দিল্লি হাই কোর্টের তোপের মুখে কেজরিওয়াল৷ কারও বাড়ি বা অফিসে ঢুকে আন্দোলনকে কখনও ধরনা বলে না, জানালেন বিচারক৷ এদিকে, একটানা অনশনে অসুস্থ উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷

Advertisement

দিল্লি প্রশাসনের চারজন আইএএস অফিসার অঘোষিত ধর্মঘট পালন করছে, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে৷ এই দাবিতে গত সোমবার থেকে উপরাজ্যপালের বাসভবনে ধরনা কর্মসূচি শুরু করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া ও মন্ত্রী গোপাল রাই৷ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ রবিবারই অস্বীকার করে আইএএস অফিসার সংগঠন৷ তাতে মুখ পুড়েছিল আপের৷ প্রতিবাদে মান্ডি হাউস থেকে প্রধানমন্ত্রী বাসভবন পর্যন্ত মিছিলও করে আম আদমি পার্টি৷ যদিও দিল্লি পুলিশের দাবি অনুমতি ছাড়াই মিছিল করেন কেজরিওয়াল ও তাঁর সমর্থকরা৷

[চলতি আর্থিক বছরে ১১০৪০ পদের অবলুপ্তি ঘটাচ্ছে রেল]

সোমবার নতুন সমস্যা৷ ধরনা কর্মসূচির বিরোধিতায় সোমবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা৷ সেই মামলার পর্যবেক্ষণে হাই কোর্টের তোপের মুখে আপ৷ কার অনুমতিতে কেজরিওয়াল উপ-রাজ্যপালের বাসভবনে ধরনায় বসলেন, তা নিয়ে প্রশ্ন করেন বিচারক৷ এই আন্দোলনকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেন তিনি৷ আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি৷

এদিকে, একটানা ধরনায় সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া৷ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে৷ সিসোদিয়ার আগে রবিবারই অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ প্রায় চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর৷ শরীরে বেড়ে গিয়েছে কিটোনের পরিমাণও৷ মাথা-সহ সারা শরীরে যন্ত্রণা হচ্ছে মন্ত্রীর৷ শ্বাস নিতে এমনকী মূত্রত্যাগেও সমস্যা হচ্ছে জৈনের৷ এরপরই এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ মন্ত্রীর চিকিৎসায় তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ আপাতত স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা৷

[নৃশংস! গণধর্ষণ করে নাবালকের পশ্চাৎদেশে ঢোকানো হল রড]

নানা টালবাহানার পরেও সোমবার ধরনা কর্মসূচি জারি রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী গোপাল রাই৷

The post আরও বিপাকে আপ, ধরনা নিয়ে আদালতের তোপের মুখে কেজরিওয়াল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার