সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুটি চেয়েছিলেন সঙ্গী কর্মীর কাছে। তা দিতে রাজি হননি তিনি। এই 'অপরাধে' তাঁকে পাঁচতলা থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বহুতল থেকে পড়ে যাওয়া যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে হলেও বাঁচানো যায়নি। দিল্লির বাওয়ানা এলাকার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাম প্রকাশ। অভিযুক্তের নাম আসলাম। ঘটনাটি ২৯ নভেম্বরের। দিওয়ালি উপলক্ষে রাজধানীর একটি কারখানায় আলো লাগানোর কাজ করছিলেন দুজনেই। বেশ কয়েক জন মিলেই ওই কাজ করছিলেন। এক সময় রাম প্রকাশের কাছে রুটি চান আসলাম। রাম প্রকাশ তাঁকে রুটি দিতে রাজি হননি। এই নিয়ে উভয়ের মধ্যে একপ্রস্থ বচসা হয়। যদিও তখনই তা বেশিদূর গড়ায়নি।
খানিক বাদে কাজের ফাঁকে খাবার খেতে বসেছিলেন রাম প্রকাশ। তখন সেখানে হাজির হন উত্তপ্ত আসলাম। কথা কাটাকাটি শুরু হয় দুজনের। অল্পক্ষণেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, তখনই রাম প্রকাশকে মারধর করে পাঁচতলা থেকে ফেলে দেন আসলাম। অন্য কর্মীরা ছুটে এসে রাম প্রকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে পলাতক হন অভিযুক্ত। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।