সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দেশে কোভিড (Covid) কিছুটা নিয়ন্ত্রণে। বাজার-হাট-স্কুল-দোকান-অফিস আপাতত খোলা। ধীরে হলেও অর্থনীতির চাকা ফের ঘুরছে। কিন্তু ইতিমধ্যে মহামারী বিরাট ক্ষতি করে দিয়েছে ভারত তথা গোটা বিশ্বের। সেই ক্ষতি শুধু স্বজনের মৃত্যুশোক না, উপার্জনক্ষমের মৃত্যুতে পরিবারে নেমে আসা আর্থিক অন্ধকারও, এবং লকডাউনে (Lockdown) অসংখ্য মানুষ কাজ হারানো। তার জেরেই দিল্লিতে এক ব্যক্তি খুন করে বসল স্ত্রী ও সন্তানকে। পুলিশের দাবি, চরম আর্থিক অনটন থেকে উদ্ধারের পথ না পেয়েই নিজের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি। পরে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অপরাধের কথা স্বীকার করে সে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) গীতা কলোনিতে। বছর চল্লিশের অভিযুক্তের নাম শচীন আরোরা। শনিবার দুপুরে স্ত্রী কাঞ্চন অরোরা (৩৫) ও ১৫ বছরের ছেলেকে কুপিয়ে খুন করে সে। পরে চরম অপরাধের কথা নিজেই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে জানায়। এর মধ্যে শচীনের বাবা পুলিশ ফোন করে গোটা ঘটনার কথা জানান। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বিছানায় অভিযুক্তের স্ত্রীর দেহ পড়ে রয়েছে। বাড়ির দোতালায় মেলে ছেলের দেহ। কিন্তু শচীন ঠিক কতখানি আর্থিক অনটনে ছিল যে স্ত্রী ও ছেলেকে খুন করে ফেলল!
[আরও পড়ুন: চার বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত ৯ বছরের বালক! এলাকায় চাঞ্চল্য]
পুলিশ জানিয়েছে, শচীন অরোরা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant)। লকডাউনে চাকরি খোয়া যায় তার। এরপর এলাকায় একটা মুদি দোকান দেয় সে। কিন্তু সেই দোকান সেভাবে চলছিল না। দেনা করে কোনওমতে সংসার টানছিল শচীন। সম্প্রতি এই নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়।মাঝেমাঝেই অশান্তি হত স্ত্রীর সঙ্গে। শনিবার মেজাজ হারিয়ে স্ত্রী ও ছেলেকে খুন করে ফেলে সে। যদিও কিছু পরে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অপরাধের স্বীকারও করে।
[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় গুরুদ্বারে যাওয়ার অভিযোগ খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ বিজেপি]
পুলিশ জানিয়েছে, থানায় ফোন করে খুনের কথা জানান সচিনের বাবা। তিনি আরও জানান ছেলে আত্মহত্যা করবে বলে ঘর ছেড়েছে। যদিও আত্মহত্যা করা হয়নি সচিনের। তাকে জোড়া খুনের দায়ে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।