shono
Advertisement
Delhi Murder

নতুন ফোন কিনেও ট্রিট দিতে নারাজ, কিশোরকে কোপাল বন্ধুরা! গ্রেপ্তার ৩

মৃত কিশোর ও ধৃতরা প্রত্যেকেই নবম শ্রেণির পড়ুয়া।
Published By: Subhankar PatraPosted: 03:32 PM Sep 24, 2024Updated: 06:45 PM Sep 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ফোন কেনে এক বন্ধু। বাকি তিনজন খাওয়াতে বলে। রাজি হয়নি কিশোর। সেই থেকে বচসা, তার জেরে বন্ধুদের হাতেই খুন হতে হল তাকে। পুলিশ জানিয়েছে ছুরির একাধিক কোপে কিশোরের মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুরে। অভিযুক্ত কিশোরদের গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম শচীন। সে নবম শ্রেণির পড়ুয়া। বয়স ১৬। অভিযুক্ত বন্ধুরাও একই শ্রেণিতে পড়ে। সোমবার সন্ধ্যার দিকে শকরপুর রোডের কাছে পুলিশের গাড়ি টহল দেওয়ার সময় আধিকারিকরা রামজি সিঙারার দোকানের কাছে রক্তের দাগ দেখতে পান। সেখানেই শচীনকে কোপাচ্ছিল তিনজন। পুলিশ কিশোরকে উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, দেহের পিছন অংশে একাধিক আঘাত জেরে তার মৃত্যু হয়েছে।

ডেপুটি পুলিশ সুপার অপূর্বা গুপ্তা বলেন, "ঘটনার দিন শচীন ও তার এক বন্ধু ফোন কিনে বাড়ি ফিরছিল। সেই সময় আরও তিনবন্ধু শচীনকে খাওয়াতে বলে। তাতে রাজি না হওয়ায় তিন কিশোর তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে।" ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ও ৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন ফোন কেনে এক বন্ধু। বাকি তিনজন খাওয়াতে বলে। রাজি হয়নি কিশোর। সেই থেকে বচসা, তার জেরে বন্ধুদের হাতেই খুন হতে হল তাকে।
  • পুলিশ জানিয়েছে ছুরির একাধিক কোপে কিশোরের মৃত্যু হয়েছে।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুরে। অভিযুক্ত কিশোরদের গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement