shono
Advertisement

আজই ঐশী-সহ তিন বাম ছাত্রনেতাকে জেরা করবে দিল্লি পুলিশ

চিহ্নিত ভাইরাল হওয়া মুখ ঢাকা হামলাকারী তরুণী। The post আজই ঐশী-সহ তিন বাম ছাত্রনেতাকে জেরা করবে দিল্লি পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Jan 13, 2020Updated: 10:02 AM Jan 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম ছাত্রনেতা ঐশী ঘোষ-সহ তিনজনকে জেরা করতে চলেছে দিল্লি পুলিশের ‘স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম’ (SIT)। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ঘটা হামলার ঘটনায় আজ অর্থাৎ সোমবারই তাঁদের জেরা করবেন ক্রাইম ব্রাঞ্চের দুঁদে গোয়েন্দারা।      

Advertisement

পুলিশ সূত্রে খবর, জেএনইউতে ঘটা হিংসার নেপথ্যে হাত রয়েছে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ও তাঁর দলবলের। ফলে, সেদিন ঠিক কী ঘটেছিল? সার্ভার রুমে কারা হামলা চালিয়েছিল? রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কেন বাধা দেওয়া হচ্ছিল? এমনই একগুচ্ছ প্রশ্নের জবাব তলব করা হবে ঐশীর কাছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, হামলার ঘটনায় কাপড়ে মুখ ঢাকা যে তরুণীর ছবি ভাইরাল হয়েছে তাঁকেও চিহ্নিত করা হয়েছে। যদিও তাঁর নাম ও পরিচয় এখনও জানায়নি SIT। তবে শীঘ্রই গোটা ঘটনা নিয়ে বিবৃতি দিতে পারে বিশেষ তদন্তকারী দল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর এবং নিরাপত্তারক্ষীর উপর চড়াও হওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল ঐশীর বিরুদ্ধে। পাশাপাশি এফআইআর দায়ের করা হয় আরও ৮ জনের বিরুদ্ধে।

[আরও পড়ুন: ফের ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, মধ্যপ্রাচ্যে ঘনাল যুদ্ধের মেঘ

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার পাঁচদিন পর গত শুক্রবার দিল্লি পুলিশ সংবাদমাধ্যমে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একটি বিবৃতি দেয়। তাতে দাবি করা হয় ৩ এবং ৪ জানুয়ারি জেএনইউতে যাবতীয় যা হিংসা হয়েছে, তার জন্য চার বামপন্থী সংগঠনই দায়ী। এবং এই হিংসার নেতৃত্বে ছিলেন খোদ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। পুলিশের তরফে, একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলির একটিতে ঐশীকে দেখাও গিয়েছে। ঐশী ওই ছবিতে নিজের উপস্থিতির কথা স্বীকার করে নিয়েও জানান, তিনি কোনও অন্যায় করেননি। বরং আক্রান্ত হয়েছেন। এবং আক্রান্ত হওয়ার প্রমাণ তাঁর কাছে আছে।

[আরও পড়ুন: CAA নিয়ে দিল্লিতে বৈঠকে বসছে বিরোধীরা, থাকবেন না মমতা-মায়াবতী]

The post আজই ঐশী-সহ তিন বাম ছাত্রনেতাকে জেরা করবে দিল্লি পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement