shono
Advertisement
Delhi

দিল্লিতেও অনুপ্রেরণা মমতা, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলাদের মাসিক অনুদান কেজরির

Published By: Anwesha AdhikaryPosted: 03:50 PM Dec 12, 2024Updated: 04:45 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করল আপ। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। 

Advertisement

আগামী ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে। ইতিমধ্যেই জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন কেজরিওয়াল-সহ অন্যান্য আপ নেতারা। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে দিল্লির জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন কেজরি। জানান, মহিলা ক্ষমতায়নের কথা ভেবেই আপ সরকার নতুন প্রকল্প শুরু করছে। ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেবে আপ সরকার। ঘোষণার পর থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলেও ঘোষণা করেন কেজরি।  

এখানেই শেষ নয়। নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন কেজরি। আপ সুপ্রিমোর ঘোষণা, বিধানসভা নির্বাচনের পরে তাঁরা সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা দেওয়া হবে। কেজরির দাবি, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প শুরু করতে চেয়েছিলেন। কিন্তু আবগারি মামলায় জেলে থাকার দরুণ প্রকল্প চালু করা যায়নি। তাই নির্বাচনের আগে আগেই মহিলাদের হাতে মাসিক ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক ৫০০ টাকা দেওয়া হত প্রত্যেক মহিলার হাতে। তফসিলিদের জন্য সেই অঙ্কটা ছিল ১০০০ টাকা। চলতি বছরে সেই অঙ্ক বাড়ানো হয়। মমতার দেখানো পথ ধরে মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড- একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাতে সাফল্যও মিলেছে। তাই আগামী বছর নির্বাচন জিততে মমতা ম্যাজিকেই ভরসা রাখছে আপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে। ইতিমধ্যেই জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন কেজরিওয়াল-সহ অন্যান্য আপ নেতারা।
  • আপ সুপ্রিমোর ঘোষণা, বিধানসভা নির্বাচনের পরে তাঁরা সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা দেওয়া হবে।
  • মমতার দেখানো পথ ধরে মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড- একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো।
Advertisement