সোমনাথ রায়, নয়াদিল্লি: খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার বেঞ্চ বদলের আরজি। রাউস অ্যাভিনিউ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চাঁদনার কাছে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতির আইনজীবীদের দাবি ছিল, বিচারক রঘুবীর সিং পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।
শুনানিতে ১৫টি এমন ঘটনার উল্লেখ করা হয়, যেখানে বিচারক লিখিত রায়ে এমন কিছু উল্লেখ করেছেন, যা সওয়ালের সময় তিনি বলেননি। আবার এমন কিছু রায় দিয়েছেন, অন্যদের ক্ষেত্রে যার অন্যথা হয়েছে। আগস্টের প্রথম দিন শুনানির পর রায় সংরক্ষিত রাখে আদালত। এদিন আদালত বিস্তারিত পর্যবেক্ষণ না দিলেও জানিয়েছে খারিজ করে দেওয়া হল তাঁর আবেদন।
[আরও পড়ুন: চন্দ্রযান ৩’র সাফল্যে রাজ্য বিধানসভায় আলোচনা প্রস্তাব, ধন্যবাদজ্ঞাপন ইসরোর বিজ্ঞানীদের]
গত বছরের আগস্ট মাসে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে। এরপর আসানসোল বিশেষ সংশোধনাগারে ছিলেন তিনি। সিবিআইয়ের গ্রেপ্তারিতে জেলবন্দি তৃণমূল নেতাকে এরপর ফের ইডি গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লিতে। আপাতত তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত। তাঁর মেয়ে সুকন্যাও একই জেলে বন্দি। বারবার আবেদন জানালেও খারিজ হয়ে জামিনের আরজি।