সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খালি চোখে যা দেখেন আমাদের চারপাশটা কি কেবল সেরকমই? আণুবীক্ষণিক দৃষ্টিতে দেখলে চেনা জগৎও হয়ে ওঠে ঘোর রহস্যময়। সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভয়ংকর মুখ! যা দেখলে আচমকাই মনে হবে কোনও ভিনগ্রহের মনস্টারের মুখ বুঝি। কিন্তু আদতে ছবিটি পিঁপড়ের (Ant)!
হ্যাঁ, পিঁপড়ে। আমাদের চৌহদ্দিতে ঘুরে বেড়ানো এই নিরীহ প্রাণীটির মুখই অণুবীক্ষণ যন্ত্রে এমন দেখায়। নিকনের এক চিত্র প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে এই আশ্চর্য ছবি। বন্যপ্রাণ চিত্র সাংবাদিক ইউজেনিউস কাভালিয়াউসকাসের তোলা ছবিটি কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: বাংলা, বিহার ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল! ‘বিজেপির চক্রান্ত ব্যর্থ হবেই’, দাবি সুখেন্দুশেখরের]
জানা গিয়েছে, একটি পিঁপড়ের ছবি তোলার পরে সেটিকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে মুখটিকে পাঁচগুণ বাড়িয়ে নিয়ে ছবিটি তোলেন ওই চিত্রগ্রাহক। আর তাতেই বেরিয়ে আসে ওই ভয়াবহ মুখাবয়ব। সামনেই ভূত চতুর্দশী ও হ্যালোউইন। অলৌকিকতার এই আবহে যেন নয়া মাত্রা যোগ করেছে ছবিটি।
প্রসঙ্গত, এই ছবিটিই নয়, নিকনের ওই প্রতিযোগিতায় এমন তাক লাগানো বহু ছবিই অংশ নিয়েছিল। এখনও প্রতিযোগিতার ওয়েবসাইটে রয়েছে ছবিগুলি। এর মধ্যে অন্যতম মাদাগাস্কারের তক্ষকের একটি ছবি। গ্রিগরি টিমিন নামের এক শিল্পী তুলেছেন ছবিটি। সেটিই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে ওই তক্ষকটির পা ৬৩ গুণ বড় করে ছবি তোলা হয়। ছবিতে তক্ষকটির হাড়, ত্বক, স্নায়ু ইত্যাদি এমন স্পষ্ট ভাবে দেখা গিয়েছে তা সত্য়িই চমকে দেয়।
[আরও পড়ুন: পুরুষ সঙ্গীকে মারধর করে তরুণীকে অপহরণ, গণধর্ষণের পর রাস্তায় ফেলে পালাল ১০ দুষ্কৃতী ]
একই ভাবে ফুল, মথ ইত্যাদির ছবিও তোলা হয়েছে। সেই আণুবীক্ষণিক ছবি দেখলেও অবাক লাগে। সব মিলিয়ে অবিশ্বাস্য এই ছবিগুলি দেখলে বোঝা যায়, আমাদের চারপাশের গাছপালা, জীবজন্তুদের আমরা দেখি বটে। কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে তাদের যে রূপ তা এক অন্য ধরনের বিস্ময়ের জন্ম দেয়।