বিধান নস্কর ও চন্দ্রজিৎ মজুমদার: রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু (Dengue)। প্রায় প্রতিদিনই নতুন করে সংক্রমিত হচ্ছেন বহু মানুষ। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গুর বলি আরও একজন। এদিকে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় ডেঙ্গুতে মৃত্যু যুবকের।
জানা গিয়েছে, দক্ষিণ দমদমের ২০ নম্বর ওয়ার্ডের বাঙুর শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শও নেন। পরবর্তীতে তাঁকে ভর্তি করা হয় উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষ। বর্তমানে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা মোট ১০০০। মৃত্যু হয়েছে ৮ জনের।
[আরও পড়ুন: শহরতলিতে নিশানায় প্রৌঢ়ারাই! অ্যালিবাই জোগাড়ে আততায়ীর হাতিয়ার নেশামুক্তি কেন্দ্র]
এদিকে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় ডেঙ্গুর বলি বছর তিরিশের এক যুবক। মৃত যুবকের নাম সুধান ঘোষ। তাঁর বাড়ি বড়ঞা থানার নিমা গ্ৰামে। জানা গিয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। চলছিল চিকিৎসা। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে যুবকের।