shono
Advertisement

রাজ্যের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদনের খুঁটিনাটি। The post রাজ্যের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM Jan 31, 2020Updated: 04:40 PM Jan 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য রইল সুখবর। কারণ, রাজ্য নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তর জারি করল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডেপুটি স্টেট প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর/এমবিএ/বি টেক করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. এম এস অফিস সম্পর্কিত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. বাংলা এবং ইংরাজি ভাষায় আবেদনকারী সমান দক্ষ হওয়া প্রয়োজন।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে পূর্ব রেলে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

আবেদনকারীর অভিজ্ঞতা:
যেকোনও স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সরকারি দপ্তরের একইরকম কাজ করার ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: বছরের এই মাসগুলিতে চাকরির আবেদন করছেন? আপনি হতাশ হতে পারেন]

আবেদনের পদ্ধতি:
//wbcdwdsw.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রাহ্য করা হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের পরই কোনও প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হবে। তবে কবে পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। আবেদনকারীদের দিনক্ষণ জানার জন্য //wbcdwdsw.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদনকারীর বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৫০ হাজার বেতন পাবেন।

[আরও পড়ুন: মোটা বেতনে ব্যাংকের চাকরি করতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]

The post রাজ্যের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement