সুলয়া সিংহ, অযোধ্যা: নিহাং শিখদের দাবি, রামমন্দির (Ram Mandir) আন্দোলনের শুরুটা হয়েছিল তাঁদের হাতেই। ১৬৫ বছর আগের সেই ইতিহাসকে সামনে রেখে অযোধ্যায় (Ayodhya) নগরীতে গুরুদ্বার তৈরির দাবি তুললেন নিহাং বাবা হরজিৎ সিং খালসা। রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে ইতিমধ্যে অযোধ্যায় হাজির হয়েছেন তিনি। প্রশ্ন হল, কোন ইতিহাসের উপর দাঁড়িয়ে মোদি ও যোগীর কাছে গুরুদ্বারের দাবি জানাচ্ছেন হরজিৎ?
উত্তর পেতে ফ্ল্যাশব্যাকে যেতে হবে মহাবিদ্রোহ অর্থাৎ সিপাই বিদ্রোহের ঠিক পরের বছর, ১৮৫৮ সালে। ওই বছরেই বাবা ফকির সিং খালসা বাবরি মসজিদের ভিতর ঢুকে ‘রাম রাম’ লিখে এসেছিলেন। সঙ্গী ছিলেন আরও ২৪ জন নিহাং শিখ। এর জন্য তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ইংরেজ শাসক। সেই ফকির সিং খালসার অষ্টম প্রজন্ম বাবা হরজিৎ সিং রামসেবায় অযোধ্যা পৌঁছেছেন শুক্রবার। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েই পুন্যভূমিতে আগমন তাঁর।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা ডিএমকে’র তামিলনাড়ুতে! নির্মলার পোস্টে চাঞ্চল্য]
উল্লেখ্য, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় রায় শোনানোর সময় গুরু নানকের অযোধ্যা আগমনের কথা উল্লেখ করেছিল। পাশাপাশি রয়েছে ১৮৫৮ সালের বাবা ফকির সিং খালসার ঘটনাও। সেই কৃতজ্ঞতা থেকেই রামমন্দির উদ্বোধনে ফকির সিংয়ের অষ্টম প্রজন্ম নিহাং বাবা হরজিৎ সিং খালসাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অবসরে অযোধ্যায় একটি গুরুদ্বার তৈরির দাবি জানাচ্ছেন তিনি। পাশাপাশি নিহাং শিখদের সম্মানে রাম জন্মভূমিতে একটি আশ্রম গড়ার পরিকল্পনাও রয়েছে বাবা হরজিতের। বলা বাহুল্য, মন্দির, মসজিদের পর গুরুদ্বার তৈরি হলে সর্বধর্মের নগরীর চরিত্র পাবে অযোধ্যা।