সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সূচি। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে প্রতিটি দল। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। আগামী ৯ জুন মুখোমুখি হবে দুই দল। নিউ ইয়র্কে খেলা হবে এই ম্যাচ। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে মেন ইন ব্লু (India Cricket Team)। সূত্রের খবর, সুপার এইট পর্যায়ের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে রোহিত ব্রিগেড।
৪ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের দিনই মাঠে নেমে পড়বে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৫ জুন তাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে ভারত। পরের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে রোহিত ব্রিগেড। ১২ জুন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। নিউ ইয়র্কে তিনটি ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ফ্লোরিডা উড়ে যাবে ভারত। ১৫ জুন সেখানে কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার।
[আরও পড়ুন: জোড়া ফাইনালে হার, তবু আইসিসির বর্ষসেরার পুরস্কার পাওয়ার দৌড়ে দুই ভারতীয়]
আগামী বিশ্বকাপে খেলবে অংশ নিচ্ছে মোট ২০টি দল। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতিটি গ্রুপ থেকে সুপার এইট পর্যায়ে উঠবে সেরা দুই দল। এই আটটি দলকে আবার ভাগ করা হবে দুটি গ্রুপে। সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল। তার পর ফাইনাল হবে বার্বাডোজে। আগামী ২৯ জুন ফাইনাল হওয়ার কথা। সূত্রের খবর, সুপার এইট পর্যায়ের সমস্ত ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে ভারত।