-
- ফটো গ্যালারি
- Dev and rukmani maitras hoiliday photos goes viral
রুক্মিণীর সঙ্গে গ্রিসে পাড়ি দেবের! মিষ্টি জুটির রোম্যান্টিক ছবি ভাইরাল
এর আগে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী।
Tap to expand
বক্স অফিসে কাছের মানুষ। আর দেব তাঁর কাছের মানুষকে নিয়ে বেড়িয়ে পড়েছেন ঘুরতে। কাকপক্ষী যাতে টেরা না পায়, তাই রুক্মিণী আর দেব গোপনেই চম্পট। তা কোথায় গেলেন? ছবি- ইনস্টাগ্রাম
Tap to expand
দেব ও রুক্মিণীর পায়ের তলায় সরষে। একটু অতীতে যান। দেখবেন, ছবি রিলিজের পর পরই টুক করে ছুটি কাটাতে চলে যান দেব-রুক্মিণী। এবারটাও সেই নিয়মই মানলেন। ছবি- ইনস্টাগ্রাম
Tap to expand
ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন রুক্মিণী। তা দেখে বোঝা যাচ্ছে দুজনে মিলে গ্রিসে উড়ে গিয়েছেন। রুক্মিণীর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দেব। রুক্মিণী যেখানে একাধিক ছবি আপলোড করেছেন। দেব কিন্তু মাত্র একটা ছবি পোস্ট করেই ক্ষান্ত দিয়েছেন। ছবি- ইনস্টাগ্রাম
Tap to expand
গ্রীসের মিকোনোস আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেব-রুক্মিণী। সেখানে থেকেই একটি রিলস, ছবি, ভিডিও পোস্ট করেছেন দেব। ছবি- ইনস্টাগ্রাম
Tap to expand
এর আগে রুক্মিণী ও দেব ঘুরতে গিয়েছিলেন মালদ্বীপে। সেখানে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। তবে এত কিছু করলেও, দেব ও রুক্মিণী কিন্তু নিজের প্রেম স্বীকার করেন না। উলটে বলেন তাঁরা শুধু ভাল বন্ধু। ছবি- ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 04:27 PM Oct 07, 2022Updated: 04:27 PM Oct 07, 2022
এর আগে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী।