সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী (Ram Navami 2024)। পবিত্র লগ্নে সূর্য তিলকে উজ্জ্বল হয়েছে রামলালার কপাল। এমন দিনেই রামনামে মজলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব (Dev)। ঘাটালের মন্দিরে পুজো দেওয়ার পর জোরাল কণ্ঠে বললেন 'জয় শ্রীরাম'। গলায় আবার পরলেন গেরুয়া উত্তরীয়।
ছবি: ফেসবুক
এদিন লাল পাঞ্জাবি পরে ঘাটালের কুশপাতা প্রভু শ্রীরামচন্দ্র মন্দিরে গিয়েছিলেন দেব। সেখানে পুজো দেন। অনুরাগীদের সেলফির আবদার মেটান। তার পর মঞ্চে উঠে বলেন, "জয় শ্রীরাম। জয় জয় সীতা-রাম। রামনবমী উপলক্ষ্যে আপনাদের সকলে অনেক অনেক শুভেচ্ছা। যেকোনও ধর্ম আমাদের যা শেখায় তা হল শান্তির বার্তা। এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। আমায় এই সুযোগ দেওয়ার জন্য মন্দিরের, মন্দির কমিটির সকলকে ধন্যবাদ জানাই। এটাই বলব যে সবাই ভালো থাকুন। শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে প্রার্থনা করুন মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে।"
[আরও পড়ুন: ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’, ছেলেকে প্রশ্ন মালাইকার, পেলেন মোক্ষম জবাব ]
চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের এই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে।
'জয় শ্রীরাম' নিয়ে এর আগেও মতামত জানিয়েছেন তারকা। পশ্চিম মেদিনীপুরের হরিরামপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "জয়-শ্রী-রাম হোক বা জয়-বাংলা, ধর্মের পরম ধর্ম মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল।" বুধবার আবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, "যে কোনও কিছুতে ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং ভক্তদের সঙ্গে মেলামেশা নিশ্চিতভাবে মোটিভেশন। যদি রামনবমীর কথা বলো তাহলে বলব বাংলায়, বাংলার সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণ।"
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে প্রেক্ষাগৃহের অনুরোধ চিরঞ্জিতের, কেন হচ্ছে না? মুখ খুললেন তারকা]