shono
Advertisement
Dev

ভোটের খেলা শুরুর আগেই 'খেলা শুরু' করে দিলেন দেব! ব্যাপারটা কী?

ভোটের ফলাফল নিয়ে কি টেনশনে দেব?
Published By: Akash MisraPosted: 09:48 PM Jun 03, 2024Updated: 12:02 AM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার সুপারহিরো। ঘাটালের সুপারসাংসদ! হ্যাঁ, দেবের অনুরাগীদের কাছে এবারও তিনিই জয়ী। কারণ, দেবই পারেন সিনেমার পর্দা থেকে বাস্তবের মাটিতে মন জয় করতে। এ কথাও বার বার স্বীকার করেন তাঁর অনুরাগীরা। আর অন্যদিকে দেব, একেবারে 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' মেজাজে। নির্বাচনী ফলাফলের রেজাল্ট নিয়ে যেন কোন টেনশনই নেই। নাকি টেনশন দূর করতেই ক্রিকেট ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন নায়ক। দেবের চোখে মুখ দেখে কিন্তু ধরা বেশ কঠিন। 

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ভোটের ফলাফলের কাউন্ট-ডাউন শুরু। রাত পোহালেই শুরু হয়ে যাবে গণনা। তাঁর আগে প্রার্থীরা এখন ব্যস্ত ব্যক্তিগত সময় কাটাতে। মনের মধ্যে টেনশন থাকলেও, চোখে-মুখে তাঁদের ঠান্ডা ভাব। ঠিক যেমন দেবের। রাত বিরেতে ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে নেমে পড়লেন দেব। হয়তো টেনশন দূর করতেই এমন ব্যবস্থা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই খেলার ছবিও। 

দেবের ইনস্টাগ্রাম স্টোরি।

অন্যদিকে, গণনার আগেই ফাঁস তৃণমূলের তারকা প্রার্থী দেবের চ্যাট! জেলা তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই চ্যাট এবার ভাইরাল (Viral)। দেব তাতে দাবি করেছেন, তৃণমূল ২৬টা আসন পাচ্ছেই, সর্বোচ্চ ২৯ টি আসনও পাওয়া অসম্ভব নয়। তাঁর দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। ঘাটাল লোকসভা আসনে তিনি তাঁর দলীয় সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘‘আমরাই জিতছি।’’

[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]

তৃণমূলের ঘাটাল লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Election) কমিটির হোয়াটসঅ‌্যাপ গ্রুপের চ্যাটে (WhatsApp) এমনই আশাবাদী মন্তব্য করেছেন তারকা প্রার্থী দেব। জানা গিয়েছে, শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে, তাতে তৃণমূল কর্মী-সমর্থকরা আশাহত বলে মনে করছেন দেব। সমীক্ষার ফলাফল নিয়ে রাজ‌্যজুড়ে জোর চর্চা চলছে। ঘাটালেও পদ্ম ফোটার ইঙ্গিত মিলতেই সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলে খবর পৌঁছেছে দেবের কানে।

এর পর রবিবার দুপুর ১২টা নাগাদ দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ওই হোয়াটসঅ‌্যাপ গ্রুপে দেব লেখেন, ‘‘আরে আমরাই জিতছি। মিনিমাম ২৬টি আসনে আমরা জিতছি। এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে।’’ আর তাতেই চাঙ্গা দেবের (Dev) অনুরাগী থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা। দেবের একান্ত সচিব রামপদ মান্না বলেন, ‘‘দাদার সঙ্গে আমার এই নিয়ে কথাও হয়েছে। আসলে দাদাই একমাত্র সেলিব্রিটি যিনি গোটা রাজ্যে সমস্ত লোকসভা আসনে প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে দিঘা সব জায়গায় তিনি প্রচারে গিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দাদার দাবি তিনি তো জিতছেনই, রাজ্যে তৃণমূলই সংখ‌্যাগরিষ্ঠ হতে চলেছে।’’ দেবের দাবিকে সমর্থন করেছেন ঘাটাল (Ghatal) লোকসভা সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিকাশ কর। তিনি বলেন, ‘‘আমাদের দলীয় রিপোর্ট বলছে দেব কমপক্ষে দেড় লক্ষ ভোটের ব‌্যবধানে জিতবেন। সমস্ত বিধানসভা ক্ষেত্র থেকে আমরা লিড পাব। আমরাও দলীয় কর্মীদের বলছি বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। কোনও কোনও সমীক্ষায় ঘাটাল আসনে তৃণমূল হারছে বলেও উল্লেখ করছে। আমরা জিতছি, জিতছি, জিতছি।’’

[আরও পড়ুন: সুনীল মাহাতো-শিলাজিতের অজান্তেই মনোজ বাজপেয়ীর ছবিতে ‘পিন্দারে পলাশের বন’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement