শ্রীকান্ত পাত্র, ঘাটাল: 'যত ভোট, তত গাছ', ২ মে মনোনয়ন জমার দিনই প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব। তবে প্রতিশ্রুতিই সার নয়! এবার ভোট মিটতেই ময়দানে নেমে পড়েছেন কাজে। যেমন কথা তেমন কাজ। রবিবার ঘাটাল সংসদীয় কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে 'সবুজ ঘাটাল' কর্মসূচির সূচনা করলেন। তাঁর কথায়, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়াই করার এটাই একমাত্র পথ। টলিউড সুপারস্টারের পরনের টি-শার্টেও লেখা- 'সবুজ ঘাটাল'।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবের মন্তব্য, "ভারতবর্ষের ইতিহাসে আজ অবধি কোনও সাংসদ এমন উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই। যদি অন্তত ৪০-৫০ শতাংশ সাংসদ নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে। বদলে যাবে চেহারাও।" রবিবার মানস ভুঁইয়াকে পাশে নিয়েই ঘাটালবাসীকে ধন্যবাদ জানালেন দেব। শুধু তাই নয়, দলের অগ্রজ নেতাকে 'হিরো' বলেও সম্বোধন করেন তিনি। মঞ্চে উঠেই দেব বলেন, "কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে করজোড়ে প্রণাম জানাচ্ছি, যেভাবে আপনারা পাশে ছিলেন, তার জন্য ধন্যবাদ। যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরকেও ধন্যবাদ।" তবে দেবের এই 'সবুজ ঘাটাল' কর্মদ্যোগ শুধু তৃণমূলের ভোটারদের জন্যই নয়, এবারও সৌজন্যের পথে হাঁটলেন ঘাটালের তৃতীয়বারের সাংসদ। এ প্রসঙ্গে দীপক অধিকারী ওরফে দেবের সাফ কথা, "প্রথমে বলেছিলাম, যতগুলো ভোট পাব ততগুলো গাছ লাগাব। তবে সবকটা বিধানসভা থেকে যেরকম সাড়া পাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমার জন্য নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি কিংবা সিপিএম-কংগ্রেস (নোটা বাদে) সমস্ত দল মিলিয়ে যতগুলো ভোট পড়েছে, ততগুলো গাছ লাগাব।" কর্মসূচির পর লাড্ডু বিলিও করলেন তারকা সাংসদ।
[আরও পড়ুন: ‘বাবা, বেবি ও…’, ভোট মিটতেই সন্তানদের নিয়ে ফুকেত ভ্রমণে রাজ-শুভশ্রী]
রবিবার প্রথমে ৬০০টি বৃক্ষরোপণ করেই 'সবুজ ঘাটাল' কর্মসূচির সূচনা করলেন দেব। তারকা সাংসদ জানালেন, এরকম অনেকগুলো জায়গা বেছে রাখা হয়েছে, যেখানে দেব তাঁর 'সবুজ ঘাটালে'র স্বপ্নপূরণ করবেন। সবমিলিয়ে রবিবার ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে। টলিউড সুপারস্টারের কথায়, "ঘাটালের রাস্তা তৈরির সময়ে অনেক গাছ কাটা হয়েছিল। সেই অভাব পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা আজ থেকেই শুরু করছি। শুধু বৃক্ষরোপণই নয়, সেগুলো রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থাও করব। এই গাছ লাগানোর মধ্যে কোনও রাজনৈতিক স্বার্থ নেই।"
গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোটের মার্জিন বাড়িয়ে তৃতীয়বারের জন্য সংসদ-যাত্রা নিশ্চিত করেছেন দেব (Dev)। বিজেপির অভিনেতা-বিধায়ক তথা এবারের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এক লক্ষ ৮২ হাজার ৪৪৬ ভোটে হারিয়েছেন তিনি। এদিনও সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে হিরণকে নিয়ে কোনওরকম আক্রমণাত্মক কথা বলতে চাইলেন না দেব। তাঁর মন্তব্য, "আজ ভালোবাসা, সৌজন্য জিতেছে। ওঁর ব্যক্তিগত জীবন নিয়েও আমি কোনওদিন ওঁকে আক্রমণ করিনি। আজও তাই করব না। আমি সৌজন্যের রাজনীতি করি।"