shono
Advertisement

ফণীর কাছে প্রাণ বাজি রেখে সাংবাদিকতাকে কুর্ণিশ দেবের, পাশে মিমি-নুসরতও

ফণীর জেরে পুরী যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মিমি৷ The post ফণীর কাছে প্রাণ বাজি রেখে সাংবাদিকতাকে কুর্ণিশ দেবের, পাশে মিমি-নুসরতও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:22 PM May 04, 2019Updated: 03:22 PM May 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাংলায় ফণী ক্রমশই ধেয়ে আসছে৷ হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি৷ শুক্রবার রাতের দিকে সংবাদমাধ্যমগুলিতে চোখ রেখে এই আপডেট বারবারই দেখেছেন রাজ্যবাসী৷ তবে আদতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সঙ্গে মিলল না বাস্তব৷ পরিবর্তে রাজ্যে বিষদাঁত ফোটাতে পারল না ফেণী৷ এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুষছেন অনেকেই৷ কিন্তু সাংবাদিকদের পাশে দাঁড়ালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব, নুসরত এবং মিমি৷ 

Advertisement

তৃণমূল প্রার্থী  দেব সাংবাদিকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “এই ঝড়-জলের রাতে নিজের প্রাণের তোয়াক্কা না করেও যেসব সাংবাদিকরা মুহূর্তে মুহূর্তে ফণীর আপডেট দিচ্ছেন, তাঁদের কুর্ণিশ জানাই।” সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে একটি ভিডিও আপলোডও করেন তিনি। “ভোট, নির্বাচন, রাজনীতি পরে হবে। আপাতত সুরক্ষিত জায়গায় থাকুন।” জানান দেব। বাচ্চাদের সামলে রাখা, বিদ্যুতের তার, উঁচু দেওয়াল থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তারকা প্রার্থী। এই সময়ে রাজনীতি না করে সাধারণ মানুষের পাশে থাকার আরজিও জানিয়েছেন দেব৷ 

[আরও পড়ুন : কানাডার নাগরিক নন অক্ষয়! নতুন তথ্য ঘিরে জল্পনা ]

১৯ মে সপ্তম এবং চূড়ান্ত দফা ভোটের আগেই মিমি চক্রবর্তী সিদ্ধান্ত নিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দির দর্শনের। কথা ছিল এই দিন কয়েকের মধ্যেই যাবেন তিনি। তবে, ফণীর কথা শুনেই পালটে ফেলেন সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে সাবধানবাণীও দেন৷ একই সুর শোনা গিয়েছে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের গলাতেও। সকলকে নিরাপদে থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

The post ফণীর কাছে প্রাণ বাজি রেখে সাংবাদিকতাকে কুর্ণিশ দেবের, পাশে মিমি-নুসরতও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement