shono
Advertisement
Dev

'দেশ যেন এগিয়ে থাকে', ভোট উৎসবের অন্তিমলগ্নে বিশেষ বার্তা তৃণমূল 'সুপারস্টার' দেবের

Published By: Sandipta BhanjaPosted: 07:43 PM May 30, 2024Updated: 08:41 PM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা বলেছিলেন, গত দু' মাস ধরে তাঁকেই বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা গিয়েছে। তিনি দেব (Dev) ওরফে দীপক অধিকারী। যিনি শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও বটে! তিনি সেই ‘খোকাবাবু’, যিনি ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসেন। সেটা সিনেপর্দায় হোক বা রাজনীতির ময়দানে। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে ব্লকবাস্টার ভোটপ্রচার করে বেড়াচ্ছিলেন দেব। এবার নির্বাচনী উৎসবের অন্তিমলগ্নে প্রচারের দায়িত্ব শেষ করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

Advertisement

গত আড়াই মাসে ভোটপ্রচারের ময়দানে দেবের মধ্যে কোনও সুপারস্টার-সুলভ বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়নি। যেখানে ছিল না কোনও গ্ল্যামারের জৌলুস! ঘামে ভেজা সাদামাটা পোশাক পরেই তিনি যেন জনতার ‘নায়ক’ হয়ে উঠেছিলেন। আসলে আমজনতার কাছে তিনি ‘রাজনীতিক দেবে’র থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে। দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? বাংলার গ্রামগঞ্জে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণের জেলাগুলোয়, ‘দেবদা’ বলতে পাগল ফ্যানরা। তাই তো তাঁকে দেখতে উন্মত্ত জনতার ভিড় বাঁধ মানেনি প্রচারের ময়দানে। তৃণমূলের সুপারস্টার প্রার্থীকে দেখতে বিশেষ ক্ষমতাসম্পন্ন বাচ্চারাও যেমন মুখিয়ে থেকেছে, তেমন তীব্র গরমকে উপেক্ষা করে বাড়ির বাইরে বেরিয়েছিলেন বৃদ্ধরাও। গত কয়েক বছরে আদ্যপান্ত ঘাটালের 'ঘরের ছেলে' হয়ে উঠেছেন তিনি। টলিউড সুপারস্টার যেন তাঁদের কাছে সাক্ষাৎ ‘দেব-দূত’। যেখানেই গিয়েছেন, আশীর্বাদ, ভালোবাসায় দেবকে ভরিয়ে দিয়েছেন মানুষজন। ব্যালটবাক্সের রেজাল্ট যাই হোক না কেন, মানুষ দেব যে রাজনীতির উর্ধ্বে গিয়েও সকলের মনের মণিকোঠায় বিজয়ীর মুকুট জিতে নিয়েছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

[আরও পড়ুন: অসুস্থতাকে বুড়ো আঙুল! আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে যোগ দিতে সপরিবারে ইটালিতে শাহরুখ]

বৃহস্পতিবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে শেষ ভোটপ্রচার করেন দেব। আর তার পরই সন্ধেবেলায় ছবি পোস্ট করে তিনি লেখেন, "অবশেষে টানা তিন মাসের লম্বা নির্বাচনী প্রচার শেষ করলাম।"
এরপরই তাঁর সংযোজন, "আজকে নির্বাচনের প্রচার শেষ হল। প্রত্যেকটা দল এবং তাদের কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। গত ৩ মাস ধরে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য। সবার প্ররিশ্রমকে সাধুবাদ জানাই। আশা করি যেই জিতুক, আমাদের দেশ যেন এগিয়ে থাকে।" চপারে বসে থাকা দেবকে দেখা গেল ‘ক্লিন সেভ’ লুকে। পরনে হলুদ টি শার্ট। দীর্ঘসময় ভোটের ময়দানে একনিষ্ঠ সৈনিকের দায়িত্ব পালনের পর এবার যেন দেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

[আরও পড়ুন: ‘তোমার না থাকার শূন্যতা…’, মার্কিন মুলুকে বসে ঋতু-স্মরণে ঋতুপর্ণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে শেষ ভোটপ্রচার করেন দেব।
  • তার পরই সন্ধেবেলায় ছবি পোস্ট করে তিনি লেখেন, "অবশেষে টানা তিন মাসের লম্বা নির্বাচনী প্রচার শেষ করলাম।"
  • দীর্ঘসময় ভোটের ময়দানে একনিষ্ঠ সৈনিকের দায়িত্ব পালনের পর এবার যেন দেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
Advertisement