সুকুমার সরকার, ঢাকা: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল গুলশন-কাণ্ডের আরেক মাথা। মৃতের নাম আবু মুসা ওরফে আবুজার ওরফে রবিন (৩২)। জেএমবির সদস্য ছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলশন-কাণ্ডে সম্প্রতি ধৃত রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী মুসা। সোমবার গভীর রাতে বাংলাদেশের বগুড়া কাহালুর পাতাঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। তাতেই মৃত্যু হয় ওই জেএমবি জঙ্গির।
সন্ত্রাসের কারখানা বন্ধ করুক পাকিস্তান, হুঁশিয়ারি জয়শঙ্করের
বগুড়া ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত মুসার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। গত বছর ২০ মে কুষ্টিয়ার মজমপুরে এক হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানোয়ার রহমানকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল মুসার। সানোয়ার রহমান ছিলেন বাউলভক্ত। পাশাপাশি ৫ জুন নাটোরের বনগ্রাম বাজারে খুন হন খ্রিস্টান দোকানি সুনীল গোমস। সেই ঘটনাতেও নাম জড়ায় মুসার।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও দু্’জনের। পুরনো ঢাকায় মৃত্যু হয়েছে সাগর (৩০) নামে এক জঙ্গির। কক্সবাজারেও পুলিশের গুলিতে নিহত হয়েছে আবদুস সাত্তার ওরফে সাবির আহমেদ নামে অপর এক জঙ্গি।
দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন জেলা হল কালিম্পং
The post গুলশন কাণ্ডের আরও এক চক্রী নিহত appeared first on Sangbad Pratidin.