shono
Advertisement

Breaking News

কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ

OMG! কি কাণ্ড! The post কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 PM Jul 22, 2018Updated: 04:41 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত তাড়াতে গ্রাম-গঞ্জে ওঝার কাছে যাওয়ার রেওয়াজ বা কুসংস্কার একবিংশ শতাব্দীতে এসেও মানুষের মধ্যে রয়ে গিয়েছে৷ তবে সরকারি কার্যালয়ে ওঝা ডেকে ভূত ভাগানোর কথা শুনেছেন কোনদিন? না, থাকলে এবার শুনুন৷ ঠিক এই ঘটনাই ঘটেছে, ঝাড়খণ্ডের ধানবাদ কর্পোরেশনে৷ কাজকর্ম সব মাথায় উঠেছে, ওঝা ডেকে চলছে পুজোপাঠ৷ সরকারি কার্যালয়ে ঘুরে বেরানো একটি মহিলার অতৃপ্ত আত্মা তাড়াতে ব্যস্ত সরকারি কর্মীরা৷

Advertisement

[বেপরোয়াভাবে গাড়ি চালানোয় গ্রেপ্তার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা]

কর্পোরেশনের কর্মীদের বক্তব্য, চারতলা দপ্তরের একদম উপরের তলায় নাকি ভূত থাকে৷ একটি মহিলার অতৃপ্ত আত্মাকে ঘুরে বেরাতে দেখা যায় সেখানে৷ বিশেষ করে এই অভিযোগ শোনা গিয়েছে কর্পোরেশনের নিরাপত্তা রক্ষীদের মুখে৷ তাঁদের বক্তব্য, রাতের বেলা যখন তাঁরা গার্ড দেন তখন বিভিন্ন ভৌতিক আওয়াজ আসতে থাকে একদম উপরের তলা থেকে৷ চলাচল করতে দেখা যায় অশরীরীকে৷ তাই এই আতঙ্কের হাত থেকে নিস্তার পেতেই ওঝার দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

[মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ]

 

জানা গিয়েছে, এই সমস্ত কর্মকাণ্ডকে দায়িত্ব নিয়ে সামলেছেন কর্পোরেশনের ডেপুটি মেয়র একলব্য সিং৷ এই কংগ্রেসের নেতা জানান, ভূতের ভয়ে কাজে আসাই বন্ধ করে দিয়েছিলেন কর্পোরেশনের কর্মীরা৷ এরাই নাকি ভূত তাড়ানোর আবেদন নিয়ে আসেন করেন তাঁর কাছে৷ আর কর্মীদের আবেদন মেনে ওঝা ডেকে ভূত তাড়ানোর ব্যবস্থা করেন ডেপুটি মেয়র৷ যদিও এই সম্পূর্ণ ঘটনাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ধানবাদ কর্পোরেশনের মেয়র চন্দ্রশেখর আগরওয়াল ও কমিশনার রাজীব রঞ্জন৷

The post কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement