shono
Advertisement

রাজ্যের সেরা পুলিশ জেলা ডায়মন্ড হারবার! খবর জানিয়ে শুভেচ্ছা অভিষেকের

X হ্যান্ডলে সুখবর শেয়ার করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Posted: 10:20 AM Dec 17, 2023Updated: 11:14 AM Dec 17, 2023

স্টাফ রিপোর্টার: রাজ্যের মধ্যে সেরার শিরোপা পেল ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশ জেলা। নিজে সেই খবর প্রকাশ করে শনিবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকার সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় (Abhsihek Banerjee)। ২০২২ সালের আইনশৃঙ্খলা রক্ষার হিসাবে রাজ্যের মধ্যে সেরার শিরোপা পেয়েছে এই পুলিশ জেলা। রাজ্যের ডিজি মনোজ মালব্যের সই করা সেরার তকমা পাওয়া সেই শংসাপত্র নিজেই প্রকাশ্যে এনেছেন অভিষেক।

Advertisement

এই খবরটি প্রকাশ করে জেলা পুলিশকে (Police) অভিনন্দন জানিয়েছেন সাংসদ। X হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘দারুণ একটা খবর জানাতে পেরে আনন্দিত। রাজ্যের মধ্যে সেরা আইনশৃঙ্খলা রক্ষক জেলা হিসাবে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে সম্মানিত করা হয়েছে। এটা আমাদের এলাকার অসাধারণ দলগত কাজ, সংকল্প এবং জন সচেতনতার নিদর্শন। জেলার প্রতিটি মানুষ, যাঁরা একে সম্ভব করেছেন প্রত্যেককে এর জন‌্য কুর্নিশ।’’

[আরও পড়ুন: অভিষেকের বক্তব্যেই মান্যতা সুপ্রিম কোর্টের, কাটল বিভ্রান্তি]

কলকাতা (Kolkata) ইতিমধ্যেই নিরাপদতম শহর হিসাবে তকমা পেয়েছে। লাগাতার এই শিরোপা কলকাতার। জানা গিয়েছে, আগের তুলনায় এই জেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তার মধ্যেই ডায়মন্ড হারবারকে সেরা পুলিশ জেলার শিরোপা দিল রাজ‌্য পুলিশ। নিঃসন্দেহে এ এক বড় সাফল্য। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা জেলায় অপরাধের হার অনেকটা কমিয়ে জনসাধারণকে নিরাপত্তা প্রদানে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অবদান উল্লেখযোগ্য।

[আরও পড়ুন: ভরা পর্যটন মরশুমে কার্শিয়াংয়ের ডাউহিলে কালো চিতা! পর্যটকদের সতর্কবার্তা]

যদিও ডায়মন্ড হারবার পুলিশের এই শিরোপা প্রাপ্তিকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। X হ্য়ান্ডলে তাঁর কটাক্ষ, এই পুলিশ জেলা বিরোধীদের দমিয়ে রাখতে, ভোট লুট করতে প্রথম স্থানে রয়েছে। এ প্রসঙ্গে তিনি গত পঞ্চায়েত ভোটের একটি ভিডিও পোস্ট করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার