shono
Advertisement

আইসিসি-র ‘হল অফ ফেমে’ দুই ভারতীয়, রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকাও

বিশ্বকাপের মধ্যেই অনন্য সম্মান দিল আইসিসি।
Posted: 05:39 PM Nov 13, 2023Updated: 09:41 PM Nov 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে বিশ্বকাপ ক্রিকেট। তার মধ্যেই অনন্য সম্মান দিল আইসিসি। আইসিসি-র (ICC Hall of Fame) ‘হল অফ ফেমে’ জায়গা পেলেন ভারতের দুই প্রাক্তন তারকা-বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও ডায়না এডুলজি (Diana Edulji)। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এডুলজি ‘হল অফ ফেমে’ স্থান পেয়েছেন। আইসিসি-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভাও (Aravinda de Silva)। খেলোয়াড় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্যই এই সম্মান দেওয়া হয়েছে তাঁদের। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই ৪ কোটির মালিক টিম ইন্ডিয়া, ICC থেকে কত টাকা পেলেন বাবররা?]

আইসিসি-র বিজ্ঞপ্তিতে ডায়না এডুলজি বলেছেন, ”প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ‘হল অফ ফেমে’ জায়গা পাওয়া দারুণ সম্মানের ব্যাপার। অসংখ্য তারকা ক্রিকেটারের সঙ্গে এক বন্ধনীতে থাকা সব অর্থেই সম্মানের।”
ভারতের হয়ে মোট ৫৪টি ম্যাচে একশোর বেশি উইকেট সংগ্রহ করেন এডুলজি। ২০টি টেস্ট ম্যাচে ৪০৪ রান করেন তিনি। তাঁর উইকেট সংখ্যা ৬৩টি। অন্যদিকে ৩৪টি ওয়ানডে থেকে ৪৬টি উইকেটের মালিক তিনি। ওয়েস্টার্ন রেলওয়েজের প্রশাসক হিসেবে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের চাকরির সুযোগ-সুবিধাও করে দেন ডায়না এডুলজি।
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের কথা নতুন করে বলার নয়। ২৩টি টেস্ট শতরানের মালিক বীরু। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রানই বীরুর সর্বোচ্চ। ১০৪টি টেস্ট ম্যাচ থেকে ৮,৫৮৬ রানের মালিক তিনি। টেস্টে হাত ঘুরিয়ে ৪০টি উইকেটও নেন তিনি। ওয়ানডে-তেও চমকপ্রদ রেকর্ড বীরুর। ৮,২৭৩ রানের মালিক তিনি। ২০১১ সালে ইনডোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রান তাঁর সর্বোচ্চ। ওয়ানডেতে বীরু ৯৬টি উইকেট নেন। ২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য বীরু। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি যা ভালোবাসতাম, জীবনের বেশিরভাগ সময় সেটাই করে এসেছি। এর জন্য আমি কৃতজ্ঞ।” 

শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা ব্যাট করতে নামলে যে কোনও বোলারেরই মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেত। ১৯৯৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। সেবারের বিশ্বকাপে অরবিন্দ ডি সিলভার ব্যাট কথা বলেছিল। ৯৩টি টেস্ট থেকে ৬,৩৬১ রান করেন তিনি। ৩০৮টি ওয়ানডে থেকে ৯,২৮৪ রানের মালিক অরবিন্দ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতেন দ্বীপরাষ্ট্রের এই তারকা। টেস্টে ২৯টি এবং ওয়ানডেতে ১০৬টি উইকেট তাঁর ঝুলিতে।  

[আরও পড়ুন: ‘হিপস ডোন্ট লাই’, বিকিনি গার্লদের সঙ্গে উদ্দাম নিতম্ব নাচ গেইলের, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement