সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটি কাটানোর জন্য ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী ব্যবহার করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র ফাইল করা আরটিআই-এর উত্তরে এমনটাই জানিয়েছে নৌসেনা৷
[আরও পড়ুন: ‘মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না’, ট্রাম্পের দাবি খারিজ করলেন রাজনাথ]
নৌসেনার তরফে জানানো হয়েছে, ১৯৮৭ সালে, ডিসেম্বরের ২৮ তারিখ ত্রিবান্দ্রম থেকে যুদ্ধজাহাজ বিরাটে চেপে পরের দিন মিনিকয় পৌঁছান রাজীব গান্ধী৷ প্রধানমন্ত্রী হিসেবেই ওই সফরে গিয়েছিলেন তিনি৷ কোনও ব্যক্তিগত সফরে নৌসেনার জাহাজ ব্যবহার করা হয়নি৷ প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সোনিয়া গান্ধী৷ এছাড়া কোনও বিদেশি নাগরিক বা প্রতিনিধি ওই জাহাজে ছিলেন না৷ উল্লেখ্য, দিল্লির জনসভা থেকে রাজীব গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন যে, সপরিবারে ছুটি কাটাতে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাটকে ব্যবহার করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ সেই রণতরীতে করে পরিবারকে নিয়ে লাক্ষাদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি৷ তারপরই তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা৷ মোদির পক্ষ-বিপক্ষ সমর্থনে ময়দানে নেমে পড়েন বিজেপি ও কংগ্রেসের নেতারা৷ তবে প্রধানমন্ত্রী মোদির দাবি উড়িয়ে প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস জানিয়েছিলেন, গান্ধী পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনও যুদ্ধজাহাজ পাঠায়নি নৌসেনা।
কেবল মুখে বলাই নয়, তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ দেওয়ার জন্য ছবি রয়েছে বলেও দাবি করেন অ্যাডমিরাল এল রামদাস। তিনি জানান, লাক্ষাদ্বীপের বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য হেলিকপ্টারে চড়ে বিভিন্ন দ্বীপ ঘুরতে গিয়েছিলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী৷ প্রাক্তন নৌসেনা প্রধানের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই, তাকে হাতিয়ার করে কংগ্রেস। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ জানিয়েছিলেন যে, আসল ইস্যু থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই প্রধানমন্ত্রী এই ভাষণ দিয়েছেন৷
[আরও পড়ুন: কাশ্মীরে ‘অতি সক্রিয়’ এনআইএ, সংঘাত বাড়ছে রাজ্য পুলিশের সঙ্গে]
The post ছুটি কাটাতে রণতরী ব্যবহার করেননি রাজীব, জানাল নৌসেনা appeared first on Sangbad Pratidin.