shono
Advertisement

চালুর একদিনের মধ্যেই ‘দিদিকে বলো’ নম্বরে গোলযোগ, অস্বস্তিতে তৃণমূল

একদিনের মধ্যে এসেছে ১ লক্ষেরও বেশি ফোন, দাবি শাসকদলের৷ The post চালুর একদিনের মধ্যেই ‘দিদিকে বলো’ নম্বরে গোলযোগ, অস্বস্তিতে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Jul 30, 2019Updated: 05:29 PM Jul 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংযোগে জোর দিতে সোমবার ঘটা করে ‘দিদিকে বলো’ কর্মসূচির ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাধারণ মানুষের অসুবিধার কথা জানতে শুরু করেন টোল ফ্রি নম্বর ও নির্দিষ্ট ওয়েবসাইটেরও সূচনা করেন তৃণমূল সুপ্রিমা৷ কিন্তু একদিন কাটতে না কাটতেই এই ‘দিদিকে বলো’ কর্মসূচির টোল ফ্রি নম্বরেই গোলযোগ ধরা পড়ল৷ অভিযোগ উঠল, বেজে গেলেও কেউ ফোন তুলছে না বা অনেক সময় কল ফরোয়ার্ড করে দেওয়া হচ্ছে অন্য নম্বরে৷

Advertisement

[ আরও পড়ুন: ভাতা বাড়ছে কলকাতা পুরসভার মেয়র পারিষদ ও কাউন্সিলরদের]

তৃণমূল সূত্রে খবর, গতকাল নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই ভুরিভুরি ফোন আসতে থাকে ‘দিদিকে বলো’ কর্মসূচির ওই টোল ফ্রি নম্বরে৷ সমগ্র রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচি৷ এখনও পর্যন্ত এসেছে এক লক্ষেরও বেশি ফোন৷ তবে অভিযোগ, একদিনের মধ্যে গোলযোগ দেখা দিয়েছে ওই নম্বরে৷ অনেকেই ফোন করে পাচ্ছেন না৷ ফোন রিং হয়ে যাচ্ছে৷ গান চলতে থাকছে৷ নয়তো অন্য নম্বরে কল ফরোয়ার্ড করে দেওয়া হচ্ছে৷ সূত্রের খবর, বিষয়টি মুখ্যমন্ত্রীর কানেও গিয়েছে৷ এবং যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ প্রশান্ত কিশোরের আই-প্যাক নামের যে সংস্থা এই গোটা বিষয়টার দেখভালের দায়িত্বে রয়েছে, তাদের দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন দলনেত্রী৷ তবে সমস্ত বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে শাসকদল৷

[ আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ২৮তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকড় ]

বৃহস্পতিবার থেকে হাওড়া গ্রামীণ জেলা এলাকায় জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে “দিদিকে বলো” কর্মসূচির সূচনা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার উলুবেড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি তথা বিধায়ক পুলক রায়। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস এবং ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান। সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে জানানোর জন্য যে টোল ফ্রি নম্বর চালু করেছেন৷ এবার হাওড়া গ্রামীণ জেলার মানুষের কাছে পার্টি কর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই টোল ফ্রি নম্বর ৯১৩৭০-৯১৩৭০ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন থেকে ‘দিদিকে বলো’ ওয়েবসাইট www.didikebolo.com-এরও প্রচারের ঘোষণা হয়েছে।

The post চালুর একদিনের মধ্যেই ‘দিদিকে বলো’ নম্বরে গোলযোগ, অস্বস্তিতে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement