সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দার্জিলিংয়ে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় জনতা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা। মঙ্গলবারই সেখানে যাওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তার আগে সকাল থেকে এই বিক্ষোভে উত্তপ্ত পাহাড়।
বছর তিন আগে দার্জিলিংয়ে (Darjeeling) গিয়ে ব্যাপক হেনস্তার মুখে পড়েছিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি। সেবার তাঁকে মারধর করার ঘটনাও ঘটে। মঙ্গলবার তিনি পাহাড়ে পা রাখামাত্রই ফের বিক্ষোভের মুখে পড়লেন। কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। দার্জিলিং স্টেশন চত্বর, ঘুম এলাকায় সকাল থেকে বিজেপি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত। যদিও পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। ‘পরিবর্তন যাত্রা’ এগিয়ে চলে দিলীপ ঘোষের নেতৃত্বেই।
[আরও পড়ুন: ভোজন-রাজনীতি! সরকারের ‘মা কিচেনে’র পালটা ‘মাছে ভাতে বাঙালি’ কর্মসূচি বিজেপির]
বিধানসভা ভোটের প্রাক্কালে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। বিগত লোকসভা নির্বাচনগুলিতে বিজেপির প্রতি সমর্থন ধীরে ধীরে ফিকে হচ্ছে। গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) নিজেদের জনভিত্তি ফের বাড়িয়ে তোলার চেষ্টায় মরিয়া। তৃণমূলের সমর্থিত মোর্চা এখন বিজেপিকে প্রতিহত করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে। তিন বছর অজ্ঞাতবাসে থাকার পর পুজোর ঠিক আগেই রাজ্যে ফিরেছেন একদা পাহাড়ের নেতা বিমল গুরুং। তিনি আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে সুর চড়ান। এরপরই মোর্চা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। যদিও গুরুং-বিরোধী বিনয় তামাংদের কলকাতায় ডেকে এ বিষয়ে আশ্বস্ত করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই লাগাতার বিজেপি বিরোধী আন্দোলনে শামিল গোর্খা জনমুক্তি মোর্চা।