shono
Advertisement
Agnimitra Paul

ঘরোয়া অশান্তির মাঝে অগ্নিমিত্রার সম্পত্তি 'গোপন' নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্ক, অস্বস্তি বাড়ল বিজেপির

গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আবহে নতুন করে বিতর্ক অগ্নিমিত্রাকে নিয়ে।
Published By: Sayani SenPosted: 08:11 PM Mar 21, 2025Updated: 08:11 PM Mar 21, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আবহে নতুন করে বিতর্ক অগ্নিমিত্রা পলকে নিয়ে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজেপির অভ্যন্তরে তুমুল শোরগোলের মধ্যেই মুখ খুলে বিতর্ক আরও বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষ। অগ্নিমিত্রার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে শুক্রবার দিলীপ বলেন,‘‘আমি জানি না সত‌্য-মিথ‌্যা কী। তবে কমিশন যদি জানতে চায়, উনি (অগ্নিমিত্রা) তার সঠিক তথ‌্য দেবেন। বহুজনের ক্ষেত্রে এইসব অভিযোগ হয়ে আসছে। নির্বাচন কমিশনের হাতে আছে বিষয়টি। তারা ঠিক করবে কী হওয়া উচিত।’’

Advertisement

রাজনৈতিক মহলের অভিমত, দিলীপবাবুর এই মন্তব‌্যে স্পষ্ট, সম্পত্তি গোপনের অভিযোগ নিয়ে তিনি দলের রাজ‌্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পক্ষে দাঁড়াননি। প্রসঙ্গত, গত চব্বিশের লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে দিলীপবাবুকে সরিয়ে দুর্গাপুরে পাঠানো হয়েছিল। আর মেদিনীপুরে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিবিরের লোক বলেই পরিচিত অগ্নিমিত্রা। সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে দিলীপের আসন পরিবর্তন করিয়ে মেদিনীপুরে অগ্নিমিত্রাকে বিজেপি টিকিট দিয়েছিল শুভেন্দুর কথাতেই। যদিও মেদিনীপুর থেকেও হারতে হয় অগ্নিমিত্রাকে।

অন‌্যদিকে, দুর্গাপুর থেকে হারার পর দিলীপবাবু তাঁর আসন পরিবর্তন নিয়ে প্রকাশ্যেই কাঠগড়ায় তুলেছিলেন শুভেন্দুকে। কাজেই অগ্নিমিত্রার সঙ্গে দিলীপ শিবিরের সম্পর্ক খুব একটা মসৃণ নয় বলেই খবর। অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে এদিন দিলীপবাবুর আরও সংযোজন, ‘‘বলতে পারছি না কে অভিযোগ করেছে। ভেতরের লোক, বাইরের লোক-রাজনীতিতে অনেকরকম যোগসাজশ থাকে, কেউ না কেউ করে দেয় অভিযোগ। অভিযোগ করলে তার জায়গা আছে। ইলেকশন কমিশন দেখবে।’’

এদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির সল্টলেক দপ্তরে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার দাবি, ‘‘ওটা আমার বাবার সারা জীবনের পুঁজি দিয়ে তৈরি করা বাড়ি। চব্বিশের নির্বাচনের পর এক বছর হয়ে গেল, এখন কেন হঠাৎ করে এটা সামনে আনা হল আমি জানি না।’’অগ্নিমিত্রার বিরুদ্ধে তথ‌্য দিয়ে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি ও রাজ‌্যপালকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ‌্যাামল রায়। এদিন বিজেপি বিধায়ক জানিয়েছেন, অভিযাগকারী শ‌্যামল রায়কে তিনি আইনি নোটিস পাঠাচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আবহে নতুন করে বিতর্ক অগ্নিমিত্রা পলকে নিয়ে।
  • বিজেপি বিধায়কের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ উঠেছে।
  • এ নিয়ে বিজেপির অভ্যন্তরে তুমুল শোরগোলের মধ্যেই মুখ খুলে বিতর্ক আরও বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Advertisement