সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে যখন ব্যাট-বলের দ্বৈরথ হচ্ছে, তখন দুই দেশের দুই ধারাভাষ্যকার জড়িয়ে পড়লেন কথা কাটাকাটিতে। একজন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মার্ক ওয়া (Mark Waugh)। অন্যজন ভারতের দীনেশ কার্তিক (Dinesh Karthik )।
অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো একেবারেই পছন্দ হয়নি মার্ক ওয়ার। সেই সময়ে ভারতের চেতেশ্বর পূজারা ক্রিজে ছিলেন। কিছু বল তিনি প্যাডে খেলছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স যে ফিল্ডিং সাজিয়েছিলেন, তা না পসন্দ ছিল ওয়ার। তিনি বলতে শুরু করেন, ”অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো দেখে আমি বিস্মিত। পূজারা ক্রিজে রয়েছে। আর ও অনেক বল প্যাডে খেলছে। ব্যাট-প্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সিলি মিড অফ রাখা উচিত ছিল।”
[আরও পড়ুন: ‘আপনারাই চান না আমি বোলিং করি’, জাদেজার কাছে অভিযোগ অক্ষরের]
এতক্ষণ কার্তিক ও মার্ক ওয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হচ্ছিল। কিন্তু মার্ক ওয়ার বক্তব্যের পরে কার্তিক একগুচ্ছ প্রশ্ন করতে শুরু করে দেন মার্ক ওয়াকে। আর তার পরেই দুই ধারাভাষ্যকারের মধ্যে লেগে যায়।
কার্তিক অস্ট্রেলীয় প্রাক্তনকে প্রশ্ন করেন, ”আমি বুঝতে পারছি ফিল্ডিং সাজানো আপনার পছন্দ হয়নি। আপনি কী চাইছেন?” মার্ক ওয়া অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো নিয়েই অসন্তোষ প্রকাশ করছিলেন। ম্যাচের এই পরিস্থিতিতে কীরকম ফিল্ডিং সাজানো দরকার, সেই সম্পর্কে নিজের মতামত পেশ করেন। কার্তিক কিন্তু একের পর এক প্রশ্ন করতে থাকেন মার্ক ওয়াকে।
একগুচ্ছ প্রশ্ন মার্ক ওয়ার দিকে উড়ে আসায় দৃশ্যতই বিরক্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা দীনেশ কার্তিককে জিজ্ঞাসা করেন, ”এটা কি সাংবাদিক সম্মেলন হচ্ছে নাকি ডিকে?” উত্তরে কার্তিক বলেন, ”একেবারেই নয়। ইটস আ বিট অফ ব্যানটার।”
বিরক্ত মার্ক ওয়া বলেন, ”তোমার প্রশ্ন সংখ্যা আমি বেঁধে দিচ্ছি। একটা সেশনে একটার বেশি প্রশ্ন তুমি করতে পারবে না। ঠিক আছে তো?”
কার্তিক ও মার্ক ওয়ার মধ্যে কথোপকথন উত্তপ্ত হচ্ছে দেখে মাঝে আসেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলতে শুরু করেন, ”এবার আমি একবার স্কোরটা বলছি।” মার্ক ওয়া ও দীনেশ কার্তিকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় সেখানেই থেমে যায়।