shono
Advertisement

এশিয়া কাপ ফাইনালে ডাক পেয়েও যাননি রবিচন্দ্রন অশ্বিন, কেন?

কারণ জানালেন দীনেশ কার্তিক।
Posted: 07:13 PM Sep 22, 2023Updated: 07:13 PM Sep 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনালে ডাকা হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। কিন্তু ম্যাচের মধ্যে ছিলেন না বলে দলের সঙ্গে যোগ দেননি তিনি। খবরের ভিতরের খবর জানালেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। অশ্বিন না যাওয়ায় ওয়াশিংটন সুন্দর কলম্বো যান। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ার সেরা হয় ভারত।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলে ডাক পান অশ্বিন। দীর্ঘ ১৮ মাস পরে ওয়ানডে-র প্রথম একাদশে ডাক পান অশ্বিন। শুক্রবার প্রথম ওয়ানডে-তে ভারতের তারকা স্পিনার একটি উইকেট নেন। কার্তিক বলছেন, ”অন্দরমহলের যৎসামান্য খবর আমি জানি। আর সেই খবর জানার ভিত্তিতেই রোহিত, অজিত এবং রাহুল দ্রাবিড়ের পাশে আমি দাঁড়াচ্ছি। এশিয়া কাপ ফাইনালের জন্য ওরা অশ্বিনকে ডেকেছিল। ওদের সঙ্গে অশ্বিনের কথাবার্তাও হয়েছিল বলে জানি। কিন্তু অশ্বিন ম্যাচের মধ্যে না থাকার জন্য দলের সঙ্গে যোগ দেয়নি।” 

[আরও পড়ুন: শামির পাঁচ উইকেট নিয়ে আগুনে বোলিংয়ের পরেও ফিল্ডিং নিয়ে উঠে গেল প্রশ্ন, ভারতের টার্গেট ২৭৭ রান]

অশ্বিন না যাওয়ায় ওয়াশিংটন সুন্দরকে ফাইনালে প্রথম একাদশে রাখা হয়। সুন্দর অবশ্য ব্যাট বা বল করার সুযোগ পাননি। অশ্বিন সেই সময়ে রোহিত-রাহুলদের বলেছিলেন, আমি না এলেই ভালো কারণ ওয়াশিংটন খেলার মধ্যে রয়েছে। চেন্নাইয়ের লোকাল প্রতিযোগিতায় খেলছিল সুন্দর। এসিএ-তেও ছিল। ফলে একটা ম্যাচের জন্য পাঠানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে।

[আরও পড়ুন: ISL: শনিবার শুরু মোহনবাগানের আইএসএল অভিযান, পাঞ্জাব এফসিকে হালকা ভাবে নিচ্ছেন না ফেরান্দো]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement