সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসের কথা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উঠে এসেছিল খবরের শিরোনামে। নেপথ্যে এনআরএস কাণ্ড। যার জেরে নড়ে উঠেছিল গোটা রাজ্য তথা দেশ। রোগী মৃত্যু এবং চিকিৎসক নিগ্রহের জেরে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছিল রাজ্যের চিকিৎসা ব্যবস্থায়। প্রতীকী হিসেবে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন গোটা দেশের চিকিৎসকরা। দেশজুড়ে চিকিৎসকদের ধর্মঘট, কর্মবিরতিতে ব্যাহত হয়েছিল চিকিৎসা পরিষেবা। এনআরএসের সেই ধুন্ধুমার কাণ্ডই এবার উঠে আসবে বড়পর্দায়। নেপথ্যে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।
[আরও পড়ুন: জন্মের পর মৃত ঘোষণা করা হয়েছিল, সেই নূপুরই কেবিসি-তে জিতলেন ১২ লক্ষ]
রাজ্যের চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোই অগ্নিদেবের আগামী ছবির মূল প্রতিপাদ্য বিষয়। ছবির নাম ‘চোর’। এক চিকিৎসক এবং এক চোরের চরিত্র নিয়ে এগিয়েছে ছবির গল্প। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দুই বাঘা অভিনেতা- রাজেশ শর্মা এবং খরাজ মুখোপাধ্যায়। চলতি বছরেরই সেপ্টেম্বর মাসের শেষের দিকে শুরু হতে চলেছে ‘চোর’-এর শুটিং। জানালেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় খোদ।
এনআরএস ইস্যু ভিত্তিক এই ছবি প্রসঙ্গে পরিচালক অগ্নিদেব বলেন, “খুব শিগগিরিই ছবির শুটিং শুরু করছি। চিত্রনাট্য চূড়ান্ত করার আগে তাতে শেষ মুহূর্তের প্রলেপ চলছে। শুধু এনআরএসই নয়, স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর নেপথ্যে যেসব কারচুপি, সেসবও তুলে ধরার প্রচেষ্টা করা হবে ছবিতে।” রাজেশ এবং খরাজ কেন্দ্রীয় চরিত্রে থাকলেও তাঁদের ডেট-শিডিউল চূড়ান্ত হয়নি এখনও। এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রাজেশ শর্মাকে। অন্যদিকে, খরাজ থাকছেন পুলিশ সুপারের চরিত্রে।
[আরও পড়ুন: মানবিক মীর, এগিয়ে এলেন ওঁদের জন্য যাঁরা কোনও দিন শিল্পীকে শোনেননি]
মুম্বইতে আপাতত একগুচ্ছ ছবি এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রাজেশ, এর মাঝেই ‘চোর’ প্রসঙ্গে অভিনেতা বলেন, “অগ্নিদেবের সঙ্গে প্রথম ধাপে কথা হয়েছে। গল্পটা বেশ ভাল। কারণ সাম্প্রতিক কালে এই বিষয়টি বেশ প্রাসঙ্গিক মনে হল। তবে চূড়ান্ত পর্যায়ে চিত্রনাট্য শোনার অপেক্ষা করছি। যদিও, সেপ্টেম্বরের শেষের দিকে আমাকে ডেট খালি রাখতে বলা হয়েছে।” এখনকার বাস্তব আর্থ-সামাজিক পরিস্থিতির উপর কষিয়ে চড় বসাতে চলেছে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ‘চোর’।
The post এনআরএস কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় অগ্নিদেব চট্টোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.