shono
Advertisement

Breaking News

এক ছবিতেই নেটদুনিয়ায় হইচই ফেললেন দিশা পাটানি

দেখুন সেই ছবি। The post এক ছবিতেই নেটদুনিয়ায় হইচই ফেললেন দিশা পাটানি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Oct 02, 2017Updated: 09:08 AM Oct 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনের জেন ওয়াই অভিনেত্রীদের মধ্যে অন্যতম দিশা পাটানি। যদিও তাঁর ছবির সংখ্যা মাত্র এক, তাও প্রতিবারই তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি থাকেন সবার নজরে। এবার তিনি নজরে এলেন তাঁর ফ্যাশনেবল জাম্পস্যুটের সৌজন্যে। ইনস্টাগ্রামে তাঁর এই স্টানিং ছবিই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। ‘জুড়ুয়া টু’ ছবির প্রিমিয়ারে এই জাম্পস্যুটেই হাজির হন অভিনেত্রী। প্রিমিয়ার পার্টি ব্যাকলেস এই জাম্পস্যুটেই মাত করেন দিশা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করায় ছবিতে লাইকের সংখ্যা ছাড়ায় ৫ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। এই ছবিতেই সোশ্যাল সাইটে উত্তাপ ছড়িয়েছেন বি-টাউনের এই বম্বশেল। তবে এরকম ঘটনা এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল সাইটে হইচই ফেলেছেন তিনি। কিছুদিন আগে ব়্যাম্পে অস্বস্তির মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন টাইগার শ্রফ।

Advertisement

[ফের এক বায়োপিকের জন্য তৈরি প্রিয়াঙ্কা চোপড়া]

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-র হাত ধরে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। ছবিতে একজন খুবই সাধারণ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও তামিল ছবি লোফার ও একটি হলিউডডের ছবিতে সোনু সুদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এখন তিনি ব্যস্ত তাঁর পরের ছবি নিয়ে। টাইগার শ্রফের পরবর্তী ছবি বাগি টু-তে তিনি রয়েছেন টাইগারের বিপরীতে। তবে এসবের মাঝেই প্রিমিয়ার পার্টি থেকে পুল পার্টি সর্বত্র হাজির দিশা পাটানি।

[জন্মের ১ ঘন্টার মধ্যেই সেলিনার যমজ সন্তানের একটির মৃত্যু]

Picture @shariquealy

❤️

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

The post এক ছবিতেই নেটদুনিয়ায় হইচই ফেললেন দিশা পাটানি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement