সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীশক্তির পুজো করে আমাদের দেশ৷ অথচ শালীনতার সেই সীমা জানে না যা কোনও ব্যক্তিকে পশুর পর্যায় থেকে আলাদা করে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোশাক নিয়ে নীতি পুলিশদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অভিনেত্রী দিশা পাটানি৷
এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়
এক অনুষ্ঠানে কালো রঙের একটি গাউন পরে গিয়েছিলেন দিশা৷ ইন্টারনেটে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি পোস্টও করেন অভিনেত্রী৷
A post shared by disha patani (paatni) (@dishapatani) on
ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও করুন স্টেটাস আপডেট
এই গাউনের ডিজাইন নিয়েই আপত্তি তোলে কিছু নীতি পুলিশ৷ স্তনযুগল দেখা যাচ্ছে বলে ভারতীয় সংস্কৃতির দোহাই দেওয়া হয় অভিনেত্রীকে৷ তার জবাবেই দিশা লেখেন, “কোনও মহিলা পোশাক দিয়ে কতটা তাঁর চামড়া ঢেকে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলা সোজা৷ কিন্তু যা ঢাকতে বলা হচ্ছে সেই বেঠিক দিকে তাকিয়ে থাকার নিম্নস্তরের মানসিকতাকে গ্রহণ করা সোজা নয়৷” অন্য কারও ইচ্ছেমতো দেওয়া ‘ভারতীয় নারী’র সংজ্ঞা তিনি মানবেন না বলে জানিয়ে দেন দিশা৷ যারা এই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন তাঁদের এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী৷ কারণ পরিবারে তো তাঁদেরও মহিলা সদস্য রয়েছে!
A post shared by disha patani (paatni) (@dishapatani) on
বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের
The post সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা appeared first on Sangbad Pratidin.