shono
Advertisement

অন্তর্বাসে দীপাবলির শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বিতর্কে দিশা

ছবিটি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ৷৷ The post অন্তর্বাসে দীপাবলির শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বিতর্কে দিশা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 PM Nov 06, 2018Updated: 04:37 PM Nov 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি আনন্দে মেতে উঠেছে গোটা দেশ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা সকলেই নিজেদের মতো করে পালন করছেন আলোর উৎসব৷ কিন্তু এই উৎসবের মরশুমেও বিতর্ক পিছু ছাড়ল না বলি অভিনেত্রী দিশা পাটানির৷ স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ালেন টাইগার শ্রফের বান্ধবী৷ পড়লেন কড়া সমালোচনার মুখে৷

Advertisement

[পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মামলা পহেলাজ নিহালনির]

আন্তর্জাতিক পোশাক প্রস্ততকারক সংস্থা কেলভিন ক্লেইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিশা৷ সম্প্রতি দীপাবলি শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন তিনি৷ ইতিমধ্যেই ছবিটি নজর কেড়েছে তাঁর অনুরাগীদের৷ ইনস্টাগ্রামে ঝড় উঠেছে লাইক ও শেয়ারের৷ এখনই ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে লাইকের মাত্রা৷ কিন্তু এই ছবি ঘিরেই বিতর্কের মুখে পড়তে হল অভিনেত্রীকে৷ ছবিটিতে একটি স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে থাকতে দেখা গিয়েছে দিশাকে৷ এই পোশাক নিয়ে সমালোচকরা প্রশ্ন করছেন, ”কেন এমন ধরনের পোশাক পরেছেন দিশা?” কেউ আবার বলেছেন, “কি ধরনের অসভ্যতা এটা?” আবার কারো মত, “অন্তত দীপাবলিতে আপনার ব্রা’য়ের বিজ্ঞাপন করবেন না।”

[ফক্স স্টারের সঙ্গে পরপর তিনটি ছবির চুক্তি অক্ষয়ের]

যদিও, এই সমস্ত বিতর্কে কর্ণপাত করছেন দিশা৷ ছবিটিকে নিজ স্থানে রেখে, ডিলিট করে ফেলেছেন বিতর্কিত কমেন্টগুলি৷ তবে এই প্রথম বিতর্কের মুখে পড়লেন না দিশা পাটানি৷ এর আগেও একাধিকবার বির্তকের মুখে পড়েছেন তিনি৷ কখনও  খোলামেলা পোশাক পরার জন্য, কখনও আবার অন্য কারণে। কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে মান্যতা দিয়ে কোনওভাবেই সমালোচকদের কথায় কান দেননি বলিউডের এই হট ডিভা৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) (@dishapatani) on Nov 5, 2018 at 5:51am PST

 

 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) (@dishapatani) on Sep 19, 2018 at 11:32pm PDT

 

The post অন্তর্বাসে দীপাবলির শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বিতর্কে দিশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement