সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদেরকে ছাটাই করে কাজ দেওয়া হচ্ছে ভারতীয়দের৷ ওয়াশিংটনের ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের বিরুদ্ধে মামলা করল বেশ কিছু ছাঁটাই হওয়া তথ্য-প্রযুক্তির কর্মী৷
প্রসঙ্গত, H1B ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া প্রবাসীরাই সেদেশে চাকরি পাচ্ছেন৷ অথচ নিজের দেশেই চাকরি খোয়াতে হচ্ছে আমেরিকাবাসীকে৷ এ অভিযোগ সেদেশে দীর্ঘদিনের৷ আর আমেরিকাবাসীর এই আবেগে ভর করেই ক্ষমতায় এসেছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ট ট্রাম্প৷ এবারও ডিজনিল্যান্ডের ছাটাই হওয়া তথ্য-প্রযুক্তি কর্মীদের করা মামলায় সেই আগুনেই ফের ঘি ঢালল৷
ইতিমধ্যে গত সোমবার ওরল্যান্ডো ফেডারেল আদালতে এই মামলা দায়ের হয়েছে৷ ছাটাই হওয়া কর্মীদের অভিযোগ, তাঁরা অপমানিত বোধ করছেন৷ অভিযোগ, তাঁদেরকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে ট্রেনের টিকিট কেটে বাড়ি পাঠানো হয়েছে৷ যদিও এর আগেও একই কারণে মার্কিন আদালতে ডিজনি ওয়ার্ল্ডের বিরুদ্ধে মামলা হয়েছিল৷ তবে মার্কিন আদালত সেই অভিযোগ খারিজ করে দেয়৷ ডিজনি ওয়ার্ল্ডের দাবি, আগের দুটি মামলার মতোই এই অভিযোগও ভিত্তিহীন৷
The post টার্গেট ভারতীয়রা, ডিজনির বিরুদ্ধে মামলা মার্কিনি কর্মীদের appeared first on Sangbad Pratidin.