সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, পুরুলিয়ায় রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত এক বছরের চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন আগামী ২২ নভেম্বর।
মোট সাতজনকে এই পদে নিয়োগ করা হবে। তার মধ্যে জেনারেল বা সাধারণ প্রার্থীদের জন্য ৪টি আসন রয়েছে। তফশিলি জাতির জন্য ১টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ২টি আসন সংরক্ষিত।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীর এম এস অফিস, এম এস ওয়ার্ড, এম এস পাওয়ার পয়েন্ট সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকা প্রয়োজন।
৪. আবেদনকারীকে অবশ্যই পুরুলিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর অভিজ্ঞতা:
আবেদনকারীর যেকোনও সরকারি বা বেসরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনের বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
www.purulia.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করা যেতে পারে। আগামী ২২ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে। আবেদনের সময় একটি রসিদ পাওয়া যাবে, তা ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। ওই কাগজ হারালে চলবে না। মনে রাখবেন, ওই রসিদই আবেদনের চূড়ান্ত প্রমাণপত্র।
[আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
প্রার্থী নির্বাচন:
লিখিত, কম্পিউটার সংক্রান্ত পরীক্ষা এবং ইন্টারভিউ – এই তিনটি ধাপে সফল প্রার্থীদের এই শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন পাবেন।
The post স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.