shono
Advertisement

প্রেম করছেন দিতিপ্রিয়া! ‘রানি রাসমণি’র প্রেমিক কে?

প্রেমিককে নিয়ে কী বললেন দিতিপ্রিয়া?
Posted: 12:24 PM Mar 27, 2024Updated: 01:41 PM Mar 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের দিনই প্রেমের পর্দা ফাঁস! সোশাল মিডিয়ায় যেই না প্রেমিকের সঙ্গে ছবি দিলেন ‘রানি রাসমণি’ খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, সঙ্গে সঙ্গেই টলিপাড়ায় রটে গেলে দিতিপ্রিয়ার প্রেমের গল্প। ইন্ডাস্ট্রি জুড়ে একটাই কথা, সত্যিই কী প্রেম করছেন ‘রানিমা’?

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দোলের দিন ইনস্টাগ্রামের স্টোরিতে একটা ছবি শেয়ার করেন দিতিপ্রিয়া। যেখানে দেখা যায়, এক পুরুষ মানুষের সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তা কে এই দিতিপ্রিয়ার পুরুষ বন্ধু?

দিতিপ্রিয়া জানিয়েছেন, ”হ্য়াঁ, আমরা প্রেম করছি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখন মুখ খুলতে চাই না।” এমনকী, দিতিপ্রিয়া প্রেমিকের নাম বা পেশা কিছুই জানাতে চাননি।

দিতিপ্রিয়ার কথায়, ”ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক খবর রটেছিল এর আগে। এবারটা সেরকম যেন না হয়, তাই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতই থাক।”

[আরও পড়ুন: ফের পুলিশি ঝামেলায় ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি! এবার বিপত্তি হুকাবারে]

বেশ কিছুদিন আগে অভিনেতা বিশ্ববসুর সঙ্গে দিতিপ্রিয়ার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল। সেই সময় দিতিপ্রিয়া জানিয়ে ছিলেন, বার বার একই কথা শুনতে হচ্ছে তাঁকে। বিশ্ববসুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নেই, একথা আগেও একাধিকবার জানিয়েছেন। তিনি বিশ্ববসু খুব ভাল বন্ধু বলেই জানান দিতিপ্রিয়া। কেন এ বিষয়ে তাঁর নাম জড়ানো হচ্ছে, তাও বুঝতে পারছেন না অভিনেত্রী। একই বক্তব্য বিশ্ববসুর। তাঁর মতে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু সমস্ত রটনা ঘটনা হয় না। এমনকী, অভিনেতা সুহত্রর সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। তবে এসবকে এখন ভুলে নতুন প্রেমেই মজে থাকতে ব্যস্ত দিতিপ্রিয়া।

[আরও পড়ুন: ভোটের জন্য মিমি-নুসরতের কাছ থেকে টিপস নিতে আপত্তি রচনার, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার