Advertisement
আদিত্য-অনন্যা না শিল্পা-সানি, একতা কাপুরের দিওয়ালি পার্টিতে নজর কাড়লেন কারা?
টেলিভিশনের একাধিক তারকাকেও দেখা গিয়েছে একতার পার্টিতে।
সিনেমার নায়ক হওয়ার পর থেকে আর মুখে মাস্ক পরেন না রাজ কুন্দ্রা। স্ত্রী শিল্পা ও শ্যালিকা শমিতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
কালো পোশাকেই একতার দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন করণ জোহর। পাশে ছিলেন নীলম। অভিনেত্রীর পরনে ছিল লাল ড্রেস।
Published By: Suparna MajumderPosted: 07:59 PM Nov 11, 2023Updated: 08:53 PM Nov 11, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ