shono
Advertisement

Breaking News

Israel

ইজরায়েলে জঙ্গি হামলা! পথচারীদের পিষে দিল উন্মত্ত গাড়ি

পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Published By: Biswadip DeyPosted: 11:34 PM Feb 27, 2025Updated: 11:34 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ এক হামলার সাক্ষী হল ইজরায়েল। 'জেরুজালেম পোস্ট'-এর এক প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি গাড়ি বাস স্টপের কাছে দ্রুতগতিতে এগোতে থাকে। একের পর এক পথচারীকে পিষে দেওয়ার পর পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে বলে দাবি। তবে মারা যাওয়ার আগে সে দুই পুলিশকর্মীকে ছুরির কোপ মারে বলেও জানা গিয়েছে। এই হামলাকে সম্ভাব্য জঙ্গি হামলা বলেই দাবি করছেন তদন্তকারীরা। 

Advertisement

ঠিক কী হয়েছিল? ইজরায়েলের আপৎকালীন মেডিক্যাল পরিষেবা দপ্তর এমডিএ-র তরফে দাবি করা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আচমকাই পারডেস হান্না-কার্কুরের কাছে ৬৫ নম্বর জাতীয় সড়কের উপরে হাজির হয় গাড়িটি। সকলকে হতভম্ব করে একে একে আটজন পথচারীকে পিষেও দেয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে তিনজন মহিলা, পাঁচজন পুরুষ। তাঁদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে। এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম। সেই সঙ্গে এও দাবি করা হয়েছে যে, হামলাকারী এরপর দুই পুলিশ আধিকারিকের উপরে চড়াও হয়ে তাদের ছুরি মারে। এর মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। 

কে এই হামলাকারী? তা এখনও জানা যায়নি। তবে ইজরায়েলের সংবাদমাধ্যমের দাবি, আততায়ীর বয়স ২৪ বছর। সে একজন ইজরায়েলি আরব, যে হায়দা জেলা থেকে এখানে এসেছিল। তার কোনও রকম ক্রিমিনাল রেকর্ড ছিল না বলেও দাবি। 

এদিকে ইজরায়েলের বেসরকারি ব্রডকাস্টিং কর্পোরেশন KAV-এর দাবি, আক্রমণকারীর বয়স ৫০। সে একজন প্যালেস্তিনীয়। উত্তর ওয়েসব্যাঙ্ক থেকে এখানে প্রবেশ করে হামলা চালিয়েছিল। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ এক হামলার সাক্ষী হল ইজরায়েল।
  • 'জেরুজালেম পোস্ট'-এর এক প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি গাড়ি বাস স্টপের কাছে দ্রুতগতিতে এগোতে থাকে।
  • একের পর এক পথচারীকে পিষে দেওয়ার পর পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে বলে দাবি।
Advertisement