shono
Advertisement
Election Commission

ভুয়ো ভোটার: বিডিও অফিসে সিসিটিভি বসানোর নির্দেশ কমিশনের

সমস্ত মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ।
Published By: Biswadip DeyPosted: 10:05 PM Feb 27, 2025Updated: 10:05 PM Feb 27, 2025

স্টাফ রিপোর্টার: এ রাজ্যের ভোটার তালিকায় গুজরাট, পাঞ্জাবের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে বলে বৃহস্পতিবার নেতাজি ইনডোরের দলীয় সভায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো নাম বাদ দিয়ে ‘তালিকা পরিষ্কারে’ নতুন কমিটি গড়ে দিয়েছেন তিনি। সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও থাকছেন কমিটিতে। এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে। যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে। ১০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দেওয়া অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রতিটি বিডিও অফিসে, যেখানে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজ হয়, সেখানে সিসিটিভি বসানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।

Advertisement

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগ নিয়ে বৈঠক করেন রাজ্যের অতিরিক্ত মুখ‌্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী। সেখানেই সিসিটিভি বসানো-সহ ছ’দফা নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে জেলা প্রশাসন কর্তৃপক্ষকে বলা হয়েছে, এখনও পর্যন্ত আসা প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। আগামী নভেম্বরে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর আগে সমস্ত মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে।

পাশাপাশি সীমান্ত সংলগ্ন ব্লকগুলোতে ভোটার তালিকা সংশোধনের কাজ জেলার সিনিয়ার আধিকারিকদের খতিয়ে দেখতে হবে বলেও নির্দেশ কমিশনের। অনলাইনে কমিশনের অ‌্যাপ বা পোর্টালে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সে বিষয়ে কমিশনের নির্দেশ, এক্ষেত্রে হিয়ারিংয়ের সময় বা কমিশনের প্রতিনিধিরা বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীকে একটি নথিতে সই করিয়ে নেবেন। সেই নথি বুথ লেভেল আধিকারিকের সই-সহ কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। একই সঙ্গে প্রতি মাসে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতেও জেলা প্রশাসনকে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ রাজ্যের ভোটার তালিকায় গুজরাট, পাঞ্জাবের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে বলে বৃহস্পতিবার নেতাজি ইনডোরের দলীয় সভায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এবার রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দেওয়া অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রতিটি বিডিও অফিসে সিসিটিভি বসানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
  • সমস্ত মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ।
Advertisement