সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মতো এবার নিউইয়র্কেও দীপাবলীর ছুটি পাবেন স্কুল পড়ুয়ারা। নিউইয়র্কে বসবাসকারী ভারতীয়দের সেই সুযোগ দিতে চলেছেন মেয়র। আগে স্কুল ছুটি না থাকলেও দিওয়ালির আনন্দে মেতে উঠতেন সে শহরের ছাত্রছাত্রীরা। তবে এবার গোটা দিন ধরেই দীপাবলীর আনন্দে অংশ নিতে পারবেন তারা। এমনটাই জানালেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
টুইটারে মেয়র জানান, “অনেক আগে হলেও সবাইকে শুভ দীপাবলীর শুভেচ্ছা। সাংসদ সদস্যা জেনিফার রাজকুমারের সঙ্গে বহুদিন ধরেই এই দিওয়ালি ছুটি নিয়ে তর্ক-বিতর্ক চলছিল। তবে শেষমেশ এ বিষয়ে জেনিফারের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে।”
তিনি আরও বলেন, “নিউ ইয়র্ক (New York) শহর সকলের জন্য। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে এসেছেন। এখন আপনারা সকলেই এই শহরের বাসিন্দা।” তিনি জানান, “আমি নিশ্চিত গভর্নর ক্যাথি হচুল এই বিল সই করবেন। তিনি এই বিলে সম্মতি জানালে ‘ব্রুকলিন কুইনস ডে’র পরিবর্তে দিওয়ালিতে ছুটি দেওয়া হবে।
অন্যদিকে নানা টালবাহানার পর দিওয়ালির ছুটি ঘোষণা হওয়ায় খুশি জেনিফার রাজকুমার। তাঁর কথায়, “আমি গর্বিত এই লড়াইয়ে জিততে পেরে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিওয়ালিকে (Diwali) জাতীয় ছুটি ঘোষণায় বিল পেশ করেছিল মার্কিন কংগ্রেস। এছাড়া গত এপ্রিলে পেনসিলভ্যানিয়ায় দিওয়ালির দিন ছুটির দিন হিসাবে ঘোষণা করেছিলেন সেখানকার সেনেটর নিখিল সাভাল।
আলোর রোশনাইয়ে প্রতিবছর মেতে ওঠেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রা। আমেরিকাও তার ব্যাতিক্রম নয়। মার্কিন মুলুকে বহু ভারতীয়দের বাস। প্রতি বছর ধুমধাম করে তারা দিওয়ালি উদযাপন করেন। গত বছর হোয়াইট হাউসে দিওয়ালি পালন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।