shono
Advertisement

২০০ জন ক্যানসার রোগীর প্রায় ৫ কোটির বকেয়া মকুব, নেটদুনিয়ায় ‘হিরো’মার্কিন চিকিৎসক

পাকিস্তানি বংশোদ্ভূত ওই চিকিৎসকএর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
Posted: 04:12 PM Jan 03, 2021Updated: 04:12 PM Jan 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, চিকিৎসকরা ভগবানের সমান। যে কোনও মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার ক্ষমতা তাঁদের রয়েছে। আবারও সেকথা প্রমাণ করলেন পাকিস্তানি (Pakistan) বংশোদ্ভূত এক মার্কিন (America) চিকিৎসক। ক্যানসার রোগীদের বাঁচিয়ে তোলাই শুধু নয়, ২০০ জন রোগীর বকেয়া প্রায় পাঁচ কোটি টাকা মকুবও করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই ওই চিকিৎসককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

জানা গিয়েছে, ক্যানসার (Cancer) বিশেষজ্ঞ ওমর আতিক দীর্ঘদিন ধরেই বহু রোগীকে সুস্থ করেছেন। কিন্তু অনেকের কাছেই টাকা পেতেন তিনি। এরপর সম্প্রতি নিজের ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু হিসেব কষতে গিয়ে দেখেন, রোগীদের কাছে তার বকেয়া টাকার পরিমাণ ৪.৭৫ কোটি টাকা। পরবর্তীতে সেই বকেয়া টাকা ফেরত চাওয়ার সময়ই বুঝতে পারেন, অনেকেই তাঁদের বিলের টাকা দিতে অপারগ। এরপরই এই মানবিক সিদ্ধান্ত নেন আতিক। প্রায় ২০০ জন রোগীর বিল মকুব করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

[আরও পড়ুন: ট্রেনে কাটা পড়তে পড়তে রক্ষা! প্রৌঢ়ের প্রাণ বাঁচিয়েই সপাটে চড় কনস্টেবলের, ভিডিও ভাইরাল]

উলটে যাঁদের বিল বকেয়া ছিল, তাঁদের ক্রিসমাসের (Christmas) একটি গ্রিটিংস কার্ড পাঠান। তাতে জানান যে, The Arkansas Cancer Clinic টি এবার বন্ধ হতে চলেছে। যে যে রোগীদের বকেয়া রয়েছে তা আর মেটানোর প্রয়োজন নেই। তাঁর এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই ওমর আতিকের এই পদক্ষেপকে কুর্নিশ জানান। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রত্যেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। খুশি ওই রোগীদের পরিবারের লোকজনও। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”আসলে আমি বুঝতে পেরেছিলাম, এমন অনেকেই আছেন যাঁরা এই বকেয়া অর্থ দিতে পারবেন না। তাই আমি এবং আমার স্ত্রী আলোচনা করে এই বকেয়া অর্থ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই।”

[আরও পড়ুন: গোল নয়, পৃথিবী নাকি চ্যাপ্টা! বিশ্বজুড়ে কেন বাড়ছে এমন উদ্ভট চিন্তার মানুষের সংখ্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার