সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারো বছর ধরে পেটের ভিতরে বয়ে বেড়াচ্ছিলেন জোড়া কাঁচি। ফলে কিছুতেই পেটের ব্যথা সারছিল না বছর পঁয়তাল্লিশের মহিলার। ওই ব্যথার জন্যই ২০১২ সালে অ্যাপেনডিক্স অপরেশনে হয়েছিল তাঁর। তাতে উলটে বিপত্তি হয় চিকিৎসকের মারাত্মক গাফিলতির কারণে। স্বভাবতই বিষয়টি জানা ছিল না মহিলার। অ্যাপেনডিক্স অপরেশনের পরেও দফায় দফায় ব্যথার কারণে একাধিক চিকিৎসককে দেখান তিনি। সুরাহা হয়নি। শেষ পর্যন্ত গত মাসে 'রোগ' ধরা পড়ে। দেখা যায় মহিলার তলপেটের ভিতরে রয়ে গিয়েছে একজোড়া ডাক্তারি কাঁচি। তার পর?
সিকিমের বাসিন্দা ওই মহিলা। ২০১২ সালে গ্যাংটকের এক হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এক দশক ধরে ব্যথায় ভোগার পর এক চিকিৎসকের পরামর্শে নামচির এক স্বাস্থ্যকেন্দ্রে বায়োপসি করান। সেই রিপোর্ট সন্দেহজনক হওয়ায় গত ৮ অক্টোবর গ্যাংটকের ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয় মহিলাকে। এক্স রে করানো হলে ধরা পড়ে তলপেটে রয়ে গিয়েছে জোড়া কাঁচি।
দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা গ্যাংটকের হাসপাতাল। ৮ অক্টোবরই অস্ত্রোপচার করে জোড়া কাঁচি বার করা হয় মহিলার তলপেট থেকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে এমনটা ঘটল? তার চেয়ে বড় প্রশ্ন, শাস্তি হবে না হাসপাতাল কর্তৃপক্ষ এবং দোষী চিকিৎসকের? গোটা বিষয়টি খতিয়ে দেখতে উচ পর্যায়ের বৈঠক ডেকেছে হাসপাতাল কর্তৃপক্ষ।