shono
Advertisement

অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট কতটা সুরক্ষিত?

ক্যাশলেসের বাজারে অনলাইন লেনদেন করতে গিয়ে বেহাত হয়ে যাবে না তো আপনার কষ্টের উপার্জন? The post অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট কতটা সুরক্ষিত? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 PM Dec 14, 2016Updated: 06:08 PM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিলে হাল ছেড়ে নতুনের সঙ্গে তাল মেলাতে ডিজিটাল হচ্ছে ভারত৷ লাইনের ঝক্কি কাটাতে বাড়ছে অনলাইনের চাহিদা৷ কিন্তু ভার্চুয়াল লেনদেনও কি সম্পূর্ণ নিরাপদ? সেখানেও কি ওত পেতে বসে নেই কোনও সাইবার অপরাধীরা? তার জন্য পর্যাপ্ত সুরক্ষা আছে কি দেশের মোবাইল ও ই-ওয়ালেটগুলিতে? না, এই উত্তরই পাওয়া গেল বিশ্বের অন্যতম চিপসেট নির্মাণকারী সংস্থা ‘কোয়ালকম’-এর পক্ষ থেকে৷

Advertisement

এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য ফাঁস করেন সংস্থার আধিকারিক এস ওয়াই চৌধুরী৷ তিনি বলেন, মোবাইল পেমেন্ট অ্যাপ ও অনলাইন লেনদেনের অ্যাপগুলি ভারতে যে ধরণের সফটওয়্যারগুলি ব্যবহার করে, তাতে হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি নেই৷ যার ফলে এদেশে ডিজিটাল লেনদেনের অধিকাংশ ক্ষেত্রে সাইবার অপরাধের প্রবল সম্ভাবনা রয়েছে৷ চৌধুরীর কথায়, ‘কোয়ালকম’ এই বিষয়টি জানার একমাত্র কারণ তারা মোবাইলের অরিজিন্যাল ইক্যুইপমেন্ট মেকার্সদের (OEMs) সঙ্গে কাজ করে৷

তাহলে এর উপায় কী? সেই উত্তরও দিয়েছেন ‘কোয়ালকম’-এর আধিকারিক৷ এর উপায় মোবাইলের হার্ডওয়্যার সিস্টেমে সিকিউরিটি সফটয়্যার আপলোড করে রাখা৷ কোয়ালকমও এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ ২০১৭ সাল থেকে তাদের চিপসেটগুলিতে এমন ব্যবস্থা থাকবে যার মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সময় বিশেষ ইউজার আইডি লাগবে৷ যাতে ডিভাইস আইডি, ফোন ম্যানুফ্যাকচারার সিগনেচার, কিংবা ফোনের অ্যান্ড্রয়েড ভার্সান, দিন, সময় ইত্যাদির উল্লেখ থাকবে৷ যেই তথ্যগুলি সাইবার অপরাধীদের পক্ষে হ্যাক করা প্রায় অসম্ভব৷

এদিন অবশ্য ভারত সরকারের আধার সিস্টেমের প্রশংসা করেছেন এস ওয়াই চৌধুরী৷ এখনও পর্যন্ত অনেক দেশই এই পদ্ধতি চালু করে উঠতে পারেনি৷

The post অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট কতটা সুরক্ষিত? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement